Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

মালদ্বীপ ছেড়ে এবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতায়াবা।

banner

#Pravati Sangbad Digital Desk:

শ্রীলঙ্কার আর্থিক সংকট চরমে উঠেছে, খাদ্য পানীয় জলের আহাকার লেগে গিয়েছে রীতিমতো। স্থানীয় বাসিন্দাদের রোষ বিক্ষোভের আকার ধারণ করেছে বহুদিন, দফায় দফায় জারি হয়েছে কার্ফু, সে দেশের প্রেসিডেন্টের বাস ভবন কার্যত চলে গিয়েছে বিক্ষোভকারিদের হাতে, কিন্তু তাতেও শান্তি নেই বিন্দুমাত্র। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে মালদ্বীপে গিয়েছেন বহু আগেই, শুধু দেশ ছেড়ে যাওয়া নয়, রীতিমতো রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া।

কিন্তু শোনা যাচ্ছে মালদ্বীপে গিয়েও নিশ্চিন্ত হতে পারছেন না শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে মালদ্বিপেও। সূত্রের খবর মালদ্বিপ ছেড়ে এবার অন্যত্র যেতে চাইছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে, সেই মতো সিঙ্গাপুর সরকারের কাছে প্রাইভেট বিমান পাঠানোর অনুরোধও জানিয়েছেন তিনি। এবার মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুর যেতে চান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। আরও জানা গিয়েছে হয়তো আজ রাতেই তিনি রওনা দিতে পারেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে। অন্যদিকে কার্যত বিক্ষোভের আগুনে ফুঁসছে শ্রীলঙ্কা, সে দেশে উঠেছে জরুরি অবস্থা। জানা গিয়েছে জরুরি অবস্থা উঠতে না উঠতেই আবারও প্রতিবাদে রাস্তাই নেমেছে সাধারণ মানুষ, সেই সাথে দখল নিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরও, শুধু তাই নয়, বিক্ষোভকারিদের হাত থেকে রক্ষা পায়নি সে দেশের সরকারি সংবাদ মাধ্যমের অফিসও। সেনা সূত্রে জানা গিয়েছে আকাশ পথে বিক্ষোভকারিদের গতিবিধির ওপর নজর চালাচ্ছে সে দেশের পুলিশ প্রশাসন এবং সেনা, সেই সাথে জল কামান, গুলি বর্ষণ করেও চলছে আন্দোলন থামানোর চেষ্টা। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News