২০ সপ্তাহের পরে করা যাবে না গর্ভপাত, নির্দেশ দিল্লি হাইকোর্টের

banner

#Pravati Sangbad Digital Desk:

স্বেচ্ছায় যৌন মিলনের ক্ষেত্রে ২০ সপ্তাহের পরে করা যাবে না গর্ভপাত, রায় দিলো দিল্লি হাইকোর্ট। শনিবার এক তরুণীর করা মামলার প্রেক্ষিতে এমনই রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বছর ২৫ এর ওই তরুণী আদালতের দারস্ত হয়েছিলেন বেশ কিছুদিন আগে। তিনি দাবি করেছিলেন, “ আমি নিজের ইচ্ছেতেই আমার সঙ্গীর সাথে মিলনে লিপ্ত হয়েছিলাম, কিন্তু আমি এখনই মা হতে চায় না, তাই আমাকে গর্ভপাতের অনুমতি দেওয়া হোক”। মামলার শুনানিতে বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের ডিভিশন বেঞ্জ সাফ জানিয়ে দেয়, মাতৃত্বকালিন শিশুর বয়স যদি ২০ সপ্তাহের বেশি হয়ে পরে তাহলে তাকে কোন ভাবেই ভ্রূণ হত্যার অনুমতি দেওয়া যায় না। কারণ ২০ সপ্তাহ মানে শিশু ভ্রূণ থেকে মানব রূপ ধারণ করতে শুরু করেছে, তাই ২০ সপ্তাহ পরে ভ্রূণ হত্যা মানে শিশু হত্যার সমান। তবে বিশেষ ক্ষেত্রে ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেয় আদালত। কোন নাবালিকা যদি সন্তান সম্ভবা হয়ে পড়েন, কোন মহিলা যদি বিবাহ বিচ্ছেদ চান, অথবা কোন নারী যদি ধর্ষণের মতো ঘৃণ্য কারণে সন্তান সম্ভবা হয়ে পড়েন। ২০০৩ সালের মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগেনেন্সি রুলস্ অনুযায়ী, ভ্রূণের বয়স ২০ সপ্তাহের বেশি হলে তাকে কোন ভাবেই গর্ভপাতের অনুমতি দেওয়া যায় না। অন্যদিকে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ভ্রূণের বয়স ২৩ সপ্তাহ হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তাই কোন ভাবেই ভ্রূণ হত্যার অনুমতি দেওয়া যায় না। পাশাপাশি আদালত তরুণীকে এও বলেন, তিনি যদি আর্থিক কারণে বা সামাজিক কারণে জন্মের পরে শিশুকে নিজের কাছে নাও রাখতে চান তাহলে তাতে কোন রকম সমস্যা নেয়, তরুণী তার সন্তানকে অন্য কোন দম্পতিকে দত্তক দিতে পারেন।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News