Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

পড়ুয়াদের কাজে লাগিয়ে হ্যাকিং এর পথে চিন

banner

#Pravati Sangbad Digital Desk:

বরাবরই কূটনীতিতে সিদ্ধহস্ত চিন, আরও একবার তার প্রমাণ পাওয়া গেলো। সম্প্রতি জানা গিয়েছে পশ্চিমা দেশগুলির ওপর নজর চালাতে এমনই পদক্ষেপ নিচ্ছে চিন। দেখলে মনে হবে কোনো এক চিনা বিশ্ব বিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু তার মধ্যেই লুকিয়ে রয়েছে সমস্ত কারসাজি।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এমনটা ইঙ্গিত দিয়েছিল আগেই, বিশ্বের ওপর গোপনে নজর রাখতে চাইছে চিন, ঠিক হলও তেমনটাই। ইতিমধ্যেই প্রায় ১৫০ জনের কাছাকাছি পড়ুয়া এই কাজের জন্য আবেদনও করে ফেলেছে, তারা সকলেই স্নাতক। সেই সাথে আরও জানা গিয়েছে গোয়েন্দাগিরি তে মদত দিচ্ছে খোদ চিনা সরকার। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর দাবি কানাডা, ইউরোপ, আমেরিকার মতো প্রভাবশালী দেশগুলির ওপর নজদারি চালাতে চাইছে চিন। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার চীনের গোয়েন্দাগিরি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়া হ্যাকিং এ রীতিমত সিদ্ধহস্ত চিন। সেই পন্থাতেই আরও একবার এগোতে চাইছে চিন।

Journalist Name : Sabyasachi Chatterjee