বিজ্ঞানীদের তৈরি মশা থেকেই মুক্তি মিলবে ভয়ানক ডেঙ্গি থেকে

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্ষাকালে সবাই আতঙ্কিত হয়ে পড়েন ডেঙ্গি নিয়ে। তবে এবার মানুষ মুক্তি পেতে চলেছেন বিপদজনক ডেঙ্গি ও চিকুনগুনিয়া থেকে। ডেঙ্গি ছড়ানো মশাকে সমূলে নিধন করতে বিজ্ঞানীরা তৈরি করছেন একটি বিশেষ মশার। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর তৈরি এই বিশেষ ধরনের মশা ডেঙ্গু এবং চিকুনগুনিয়াকে নির্মূল করবে এবং এদের লার্ভা থেকে জন্ম নেওয়া মশার শরীরে ভাইরাস থাকবে না, এমনটাই জানিয়েছেন আইসিএমআর- ভিসিআরসি এর ডিরেক্টর  অশ্বিনী কুমার। 
তিনি আরোও জানান আমরা একটি স্ত্রী মশা ছেড়ে দেব। সেই মশাগুলি পুরুষ মশার সংস্পর্শে আসবে এবং তৈরি করবে  একটা লার্ভা। আমাদের মশা এবং ডিম তৈরি করা হয়ে গেছে এবং এগুলি আমরা যেকোনো সময় ছেড়ে দিতে পারি।
আইসিএমআর- ভিসি আরসি -র গবেষকরা দুটি প্রজাতি উৎপন্ন করেছেন এডিস অ্যাপটিসের । পরীক্ষাগারে প্রমাণ মিলছে দুটি প্রজাতির ডেঙ্গু  নির্মূলের ঘটনার। এ বছর ডেঙ্গি মোকাবিলায় ভারত সরকার চুক্তি করেছে ড ইন্ডিয়া ফাউন্ডেশনের সঙ্গে। বর্ষাকালে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে । এই রোগের ফলে সৃষ্টি হয় জ্বর, বমি বমি ভাব, শরীরে ব্যথা ইত্যাদি। রক্তের প্লেটলেটও কমিয়ে দেয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সারা দেয় না। ফলে সেই রোগীর মৃত্যু হয়। ডেঙ্গিতে বেশির ভাগ আক্রান্ত হয় উত্তর ভারতে। দিল্লিতে এবছর ডেঙ্গি রোগের সংখ্যা ১৫০ টি। জানুয়ারিতে হয়েছে ২০ টি, ফেব্রুয়ারিতে ১৬ টি, মার্চে ২২ টি , এপ্রিল এবং মে মাসে ১০ এবং ৩০ টি  রোগীর মৃত্যুর খবর সামনে এসেছে। মশাবাহিত রোগ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এদেশের প্রতিটি রাজ্য প্রশাসনের জন্য একটি লড়াই হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে জানা যাচ্ছে ডেঙ্গি ভয়ানক হয়ে উঠেছে  উপসর্গ বদলে। আইসিএমআর বিজ্ঞানীদের পরীক্ষা সফল হলে এই রোগ থেকে মুক্তি পাওয়ার এক হাতিয়ার হিসেবে পাওয়া যাবে বিশ্বাস বিশেষজ্ঞ মহলের।

Journalist Name : অর্জুন দাস