Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

চুলে হাজারো সমস্যার সমাধান করে হেনা

banner

#Pravati sangbad Digital Desk:

চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে বিবেচিত হয় হেনা। অনেকেই আবার চুলে রং করার জন্য প্রকৃতিক উপাদান হিসেবে বেছে নেন হেনা।  আমরা ভাবি হেনা করলে চুল ভালো থাকবে, কথাটা একেবারে সত্যি।  হেনা করলে  চুলের জেল্লাও হয় দেখার মতোই। হেনায় আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। গবেষণাতেও এমন উল্লেখ আছে। এমনকী হেনায় আছে অ্যান্টি মাইক্রোবায়াল গুণও। হেনার সাহায্যে স্ক্যাল্পের  ও চুলের হাজার সমস্যাই সমাধান হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, চুল ভাল রাখতে   দুই সপ্তাহে  এক দিন  বা প্রতি মাসে একবার  হলেও  হেনা করা উচিত।আজ আপনাদের এমন কয়েকটি কারণ দেখাব যা আপনাদের বলে দেবে কেন নিয়মিত চুলে হেনার প্যাক ব্যবহার করা আপনাদের জন্য দরকারি।

চুল মজবুত করে 

দিনের পর দিন অযত্নের কারণে চুলের বারোটা বাজতে শুরু করে। ডগা চেরা চুলের সমস্যা বাড়ে। কিন্তু প্রতিদিন সামান্য যত্ন নিলেই কিন্তু এই সমস্যা সমাধান হতে পারে। এমনকী ২০১৭ সালের একটি গবেষণাতেও দেখা গিয়েছে যে, হেনা এই ডগা চেরা চুলের সমস্যা কমায়।চুল পড়া কম করে। চুলের ক্ষতি হওয়া আটকায়। চুলের গোড়া মজবুত করে এবং চুল সহজেই ভেঙে যায় না।

চুলের গ্রোথ ভালো রাখে

আজকের দিনে দাঁড়িয়ে চুলের গ্রোথ ধরে রাখাই সবচেয়ে বড় বিউটি চ্যালেঞ্জ  হয়ে দাঁড়িয়েছে । স্ট্রেস, গরমের দেশ বলে ঘাম, কাজের চাপ সব মিলিয়ে চুল আর তেমন ভাবে বাড়তে চায় না। এর সবচেয়ে বড় কারণ হল আমাদের চুল ভিতর থেকে পুষ্টি পায় না। তাই চুল ভালো রাখতে আর চুলের গ্রোথ বা বৃদ্ধি ঠিক রাখতে  চুলে হেনার প্যাক ব্যবহার করুন।

চুলের রঙ ধরে রাখে

 বর্তমান সময়ে  দাঁড়িয়ে  নানান শারীরিক  সমস্যার  কারণে খুব অল্প বয়সেই   অধিকাংশ মানুষের চুল  অকালে পাকতে দেখা যায় । হেনা চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে পারে এবং অকালে চুল পেকে যাওয়া আটকায়।


খুশকি প্রতিরোধ করে

অতিরিক্ত চুল ঝরার আরও একটি কারণ হল খুশকির  সমস্যা । চুল পড়ার সমস্যা আটকাতে তাই সবার আগে খুশকি কমানো প্রয়োজন। তার জন্য অনেকেই বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করে থাকেন। ‘অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু’ও ব্যবহার করে থাকেন। তার পরেও দেখা যায় বর্ষা বা শীতকাল আসতেই খুশকিতে ভরে যায় মাথা। এর অন্যতম একটি সমাধান হতে পারে হেনা। প্রতি দিন হেনা করা সম্ভব নয়। করা ঠিকও নয়। ১৫ দিনে অন্তত এক’বার হেনা করলে ভাল। 

স্ক্যাল্প সুস্থ রাখে

হেনা মাথার ত্বক বা স্ক্যাল্প সুস্থ রাখে। হেনায় অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য বর্তমান। এটি খুশকি, স্ক্যাল্পে জ্বালা, চুলকানি এবং অন্যান্য ছত্রাক সংক্রমণের মতো সমস্যাগুলি সারাতে পারে। মাথার ত্বকে নোংরা আর তেল, ময়লা জমতে দেয় না।

ভালো কন্ডিশনার 

হেনা চুলের যত্নে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটা চুলে প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যা চুলকে ড্যামেজ এর হাত থেকে রক্ষা করে। হেনা ব্যবহারে চুল হয় স্ট্রং আর থিক। এটি চুলের ময়েশ্চার লক করে, চুলে ন্যাচারাল শাইন অ্যাড করে চুলকে করে  তোলে দ্বিগুণ মজবুত।


Journalist Name : Susmita Das

Related News