Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 14, 2024

বিশ্ববাজারে ব্যাবহার শুরু হচ্ছে ভারতীয় মুদ্রার

banner

#Pravati sangbad Digital Desk:

অন্তর্দেশীয় ও বহির্দেশীয় বাণিজ্য বা বিশ্ববাণিজ্য এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে।যেমন দেশের অভ্যন্তরের ব্যাবসা সম্পন্ন হয় দেশীয় মুদ্রার মাধ্যম এ।তবে বিশ্ববাণিজ্য এর ক্ষেত্রে আদান প্রদান এই নিয়মে হয়না।এক্ষেত্রে ব্যাবহৃত হয় ডলার।

তবে এবার এই ভাবনার কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে । রাশিয়া ও ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বিশ্ববাণিজ্য এর ক্ষেত্রে ডলার এর পরিবর্তে ভারতীয় রুপি ব্যাবহার এর সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববাজারে বর্তমান সময়ে অর্থনৈতিক মন্দা চলছে।আড়াই বছর ধরে করোনা এর ধাক্কা খেয়ে অর্থনীতির akhan টালমাটাল অবস্থা।তারপর আবার প্রায় এক বছর ধরে চলছে ইউক্রেন বনাম রাশিয়া এর যুদ্ধ।এর ফলে বিশ্ব অর্থনীতির ভাড়ার প্রায় শূন্য।পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।ভারতীয় উপমহাদেশের বাকি দেশগুলির অবস্থা ও শোচনীয়।

সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থা এর মধ্যে যে দেশগুলি বর্তমানে রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা।একেবারে দেউলিয়া হয়ে পড়েছে এই দেশটি।তবে ভারত প্রথম থেকেই কথা সম্ভব সাহায্য করে চলেছে শ্রীলঙ্কা কে।কয়েকশো মিলিয়ন ডলার উপহার দিয়েছে শ্রীলঙ্কা কে ।তাই শ্রীলঙ্কা এবার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববাণিজ্য এর ক্ষেত্রে ডলারের পরিবর্তে ভারতীয় রুপি ব্যাবহার করার।

তবে এখনও এই ব্যাপারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ( আর বি আই ) অনুমতি দেয়নি। তবে শ্রীলঙ্কা এই অনুমোদন এর অপেক্ষা তে রয়েছে।এই বছর জুলাই মাস থেকেই ভারত যে সমস্ত দেশে ডলার কম আছে তাদের সঙ্গে ভারতীয় টাকার মাধ্যমে লেনদেন এ আগ্রহ প্রকাশ করেছিল । এই লেনদেন এর জন্য শ্রীলঙ্কার ব্যাংক গুলি তে নতুন অ্যাকাউন্ট ও খোলা হয়েছে।যার নাম ভাস্ট্রো অ্যাকাউন্ট।শ্রীলঙ্কার তরফে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে ব্যাবসা ও পর্যটন বাড়ানোর কথাও বলা হয়েছে।

অর্থাৎ এখন থেকে শ্রীলঙ্কার নাগরিকরা হাতে ১০ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ৮ লক্ষ ২৬ হাজার ৮২৩ ভারতীয় টাকা থাকছে।

রাশিয়া তে ও বৈদেশিক বাণিজ্যের জন্য ভারতীয় রুপি ব্যাবহারের কথা চিন্তা করা হচ্ছে।এরফলে বিশ্ববাণিজ্য এ ডলার এর আধিপত্য কিছুটা হলেও কমবে।।

Journalist Name : Srimita Sasmal

Related News