Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

ত্বক নরম ও উজ্জ্বল করতে ব্যবহার করুন মৌরি

banner

#Pravati Sangbad Digital Desk:

মৌরির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি জানা আছে। তবে শুধু মসলা হিসেবেই নয়, এটি ত্বকের যত্নেও অতুলনীয়। প্রত্যেক নারীই নরম ও উজ্জ্বল ত্বক পেতে বিভিন্ন ঘরোয়া পদ্ধতি, কসমেটিক্স ব্যবহার ও বিউটি ট্রিটমেন্ট করে থাকেন। তবে এত কিছুর পরও ত্বকে সে রকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না! এজন্য ত্বক নরম ও উজ্জ্বল করতে মৌরি ব্যবহার করতে পারেন।

মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, তামা, দস্তা ও ক্যালসিয়াম, যা ত্বকের জন্য খুবই উপকারী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ত্বকে মৌরি প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন তবে জেনে নেয়া যাক  কিভাবে  মৌরি দিয়ে ফেস প্যাক বানিয়ে ত্বকের পরিচর্যা করতে পারেন। 

জেনে নিন কীভাবে বানাবেন মৌরির ফেস  প্যাক -

মৌরি এবং টক দই

 মৌরি দিয়ে বানানো এই ফেসপ্যাকটি  ত্বকের উপরের স্তরের সমস্ত ধুলো-ময়লা বের করে ত্বক উজ্জ্বল, মসৃণ ও মোলায়েম করে তোলে। ১ টেবিল চামচ মৌরি পিষে নিন। এতে ১ টেবিল চামচ টক দই ও এক চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান।  ১০ মিনিট  মুখে রেখে দিন তারপর কিছুক্ষণ মুখে ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

মৌরি এবং মধু

এক চা চামচ মৌরি মিহি করে বেটে নিন। এতে এক চা চামচ মধু এবং ১ চা চামচ টক দই মেশান ভালো করে। এই মিশ্রণটি মুখে এবং গলায় ব্রাশ    দিয়ে   সমানভাবে লাগিয়ে   ৫ মিনিটের জন্য  শুকোতে দিন। তারপর কয়েক মিনিট স্ক্রাব করুন। ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

মৌরি, বেসন এবং হলুদ

মৌরি ভালো ভাবে পিষে নিন। এতে মধু, দুধ, এক টেবিল চামচ বেসন এবং এক চা চামচ হলুদ ভালো করে মিশিয়ে  একটি পেস্ট বানিয়ে মুখে লাগান। এই মাস্কটি ত্বকের সমস্ত সমস্যা দূর করবে। এটি   ১০মিনিট মুখে  রেখে তারপর  ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ।

মৌরি ও পুদিনা

১৫ টি পুদিনা পাতা ও মৌরি পেস্ট করে এটি মুখে লাগান এবং পুরো মুখে পেস্টটি লাগিয়ে   ২০মিনিট রেখে  ধুয়ে ফেলুন। এটি ত্বককে টান টান করবে আর ত্বকের ছোট ছোট পোর ঢেকে দেবে। পুদিনা পাতায়  সমস্যা থেকে থাকলে এই প্যাকটি ব্যবহার থেকে বিরত থাকুন।

মৌরি এবং গোলাপ জল

২ চামচ মৌরি পাউডারের সঙ্গে ২ চামচ টক দই, ২ চামচ গোলাপ জল, ১/৪ চামচ হলুদ ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। গলায়ও লাগাতে পারেন এই পেস্টটি। ২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।

Journalist Name : Susmita Das

Related News