টুইটারের মতো ফেসবুক-ইনস্টাগ্রামেও চালু হচ্ছে পেইড সাবস্ক্রিপশন

banner

#Pravati Sangbad Digital Desk:

ব্লু টিক অপশন যা শুধুমাত্র, সেলিব্রেটি, উচ্চ প্রোফাইল ব্যক্তি এবং বিশ্বব্যাপী ব্র্যান্ডেই দেখা যায়। যা কখনোই ছোট নির্মাতাদের প্রোফাইলে দেখতে পাওয়া যায়নি। কিন্তু দৈনন্দিন ব্যবহারকারী এই ছোট নির্মাতারা মেটার মালিকানাধীন ফেসবুক এবং ইনস্টাগ্রামে পেতে চাইছেন এই ব্লু টিক অপশনটি। কিন্তু মেটা সেভাবে মাথা ঘামাচ্ছে না তাদের দাবি মেটাতে এমনটাই জানা যাচ্ছে মেটার পক্ষ থেকে।

তবে এবার সেই ছোট নির্মাতাদের দৈনন্দিন ব্যবহারকারী প্রোফাইলের জন্যও চলে এলো সুখবর। কারণ এবার ইনস্টাগ্রাম এবং ফেইসবুকেও চালু হতে চলেছে এই নতুন ফিচারটি। যদিও আনুষ্ঠানিকভাবে সেভাবে কিছু জানায়নি মেটা।


জানা যাচ্ছে গত বছর টুইটারের দায়িত্ব নিয়েছিলেন ইলন মাস্ক। এবং তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই টুইটার অ্যাপটিতে। সাধারণ নিয়ম মেনে ই ব্যবহারকারীরা পেতেন এই ব্লু টিক ব্যাজটি। কিন্তু বর্তমানে এই সুবিধা আর থাকছে না ব্যবহারকারীদের জন্য।

টাকা দিয়েই কিনতে হবে এই ব্লু টিক ব্যাজ টি এমনটাই দাবি রেখেছেন ইলন মাস্ক। অর্থাৎ যে কোন ব্যক্তি চাইলেই টাকা দিয়ে কিনতে পারবেন এই ব্লুটিক অপশনটি তার প্রোফাইলে রাখার জন্য।

জানিয়েছেন ব্যবহারকারীকে মাসে ৮ ডলার দিতে হবে এই অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য।

কিন্তু আইওএস মাধ্যমের জন্য যেটা আরেকটু বেশি,অর্থাৎ ১১ ডলার।

Journalist Name : Joly Pramanick