Flash news
    No Flash News Today..!!
Monday, May 13, 2024

বিজেপি বিধায়কের বাড়িতে যখের ধন

banner

#Pravati Sangabad Digital Desk:

কর্ণাটকে নির্বাচনের আগেই বিজেপি দলের বিধায়ক মাদ্দাল ভিরুপক্ষপ্পার বাড়ি থেকে কোটি কোটি নগদ উদ্ধারে রীতিমত অস্বস্তিতে পড়েছে দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপি বিধায়কের বাড়ির থেকে উদ্ধার হলো প্রায় ৬কোটি টাকা। ৪০ লক্ষ টাকা ঘুষ নিয়ে হাতে নাতে ধরা পড়ল বিধায়কের পুত্র প্রশান্ত মাদ্দাল। এরপর বিধায়কের বাড়ি-অফিসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়  আরও টাকা। অফিস থেকে উদ্ধার করা হয়েছে আরও প্রায় ২ কোটি টাকা নগদ। উদ্ধার হওয়া অর্থের কোনও হিসেব দিতে পারেননি বিধায়ক। সূত্রের খবর টেণ্ডারের প্রতিশ্রুতি ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের পরই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সেই সূত্র ধরেই বিধায়কের বাড়ি ও অফিসে অভিযান চালাতেই উদ্ধার হয় যকের ধন। এদিকে ঘটনার পরই পদ্মশিবিরের বিরুদ্ধে সুর তুলেছে বিরোধী শিবির। প্রসঙ্গত প্রশান্ত কুমার এমভি বেঙ্গালুরু জল সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বোর্ডের (BWSSB) প্রধান হিসাবরক্ষক হিসাবে কর্মরত ছিলেন। বিধায়ক পুত্র ছাড়াও কর্নাটক সরকারের এক আমলা মহেশ এমের বাড়িতেও তল্লাশি চালানো হয়।ওই IAS বর্তমানে Karnataka Soaps and Detergents Limited KS&DL-র ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন । তবে আমলার বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। লোকায়ুক্ত পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে একসঙ্গে দু'জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। বিধায়ক পুত্রর বাড়িতে গোছা গোছা টাকা উদ্ধার হওয়ায়, সেখানে ব্যাঙ্ক থেকে কাউন্টিং মেশিন নিয়ে আসা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রশান্ত ছাড়াও আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। প্রশান্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিপুল পরিমাণ এই টাকা কি শুধুই ঘুষের টাকা নাকি এর পিছনে অন্য কোনও কেলেঙ্কারি আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।

Journalist Name : Ashapurna Das Adhikary

Tags:

Related News