Flash news
    No Flash News Today..!!
Monday, May 13, 2024

শিবরাত্রির নিয়মকানুন ও দিনক্ষণ

banner

#Pravati Sangbad Digital Desk:

শিবরাত্রি কথাটি দুটি শব্দ, 'শিব' ও 'রাত্রি' নিয়ে তৈরি। অর্থাৎ শিবের জন্য যে রাত্রি। শিবরাত্রির পেছনে অনেক প্রচলিত ধারণা রয়েছে। ভক্তরা অনেকে মনে করেন, এই দিনে শিব ও পার্বতীর মহামিলন হয়।আবার অনেকে মনে করেন, এই দিনে মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন। বলা হয়, মহা শিবরাত্রির দিনে কেউ নিষ্ঠা ভরে ব্রত করলে মহাদেব তার সমস্ত মনোকামনা পুরনো করেন। প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পালিত হয়। এবছর শিবরাত্রি পালিত হবে ১৮ই ফেব্রুয়ারি, শনিবার অর্থাৎ আজ। ১৮ ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৬/৫/৩০ থেকে ১৯এ ফেব্রুয়ারি ঘ ৩/৩৮/৩৪ পর্যন্ত থাকবে শিবরাত্রির তিথি । শিবরাত্রি মূলত পালিত হয় চারটি প্রহরে। ব্রতের সম্পূর্ণ ফল লাভ করার জন্য সূর্যদয় থেকে চতুর্দশী তিথি অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়ে ব্রত সম্পন্ন করা উচিত। আবার অনেকের মতে, চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা উচিত। শিব ঠাকুরের পছন্দের ফুল হলো আকন্দ, অপরাজিতা,ধুতুরা, কলকে প্রভৃতি। তবে দেবাদিদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন বেল পাতায়। গাছ থেকে বেলপাতা তোলার ও বেশ কিছু নিয়ম রয়েছে-
• চতুর্থী ,অষ্টমী ,শিবরাত্রি ,অমাবস্যা প্রভৃতি দিনে বেলগাছের পাতা তোলা উচিৎ নয়। শিবরাত্রি তে শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করতে হলে আজের দিন পাতা তুলে রাখুন।
• বেলপাতা তোলার আগে স্মহাদেব কে স্মরণ করুন। পাতা তোলার আগে গাছ কে নমস্কার করুন। কখনোই বেল গাছের সম্পূর্ণ ডাল কাটবেন না।
মহাদেব কে বেলপাতা নিবেদন করার ও কিছু নিয়ম রয়েছে - 
• সর্বদা তিনটি পাতাসহ বেলপাতা শিবলিঙ্গ এ নিবেদন করা উচিত। পাতায় যেনো কোনো দাগ না থাকে বা পাতা যেনো ছেঁড়া না হয়।
• পাতা ধুয়ে মসৃণ দিকটি ওপরের দিকে রেখে ঠাকুর কে নিবেদন করতে হবে।
• শিবলিঙ্গ ১,১১ বা২১ টি বেলপাতা নিবেদন করলে ভালো।
শিব চতুর্দশী পালনের বেশ কিছু নিয়ম কানুন ও রয়েছে - 
• শিবরাত্রির আগের দিন নিরামিষ খাবার খেতে হয় ,সেদ্ধ চালের ভাত খাওয়া যায়না।
• আতপ চালের ভাত খেতে হয় ।
• লবণ খাওয়া চলে তবে সাধারণ লবণ খাওয়া চলবেনা সন্দক লবণ খেতে হবে।
• ময়দার তৈরি জিনিস ও খাওয়া যেতে পারে।
পূরণ মতে ,ব্রতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মহা শিবরাত্রি এর ব্রত ।তাই এই দিন ভক্তরা নিষ্ঠা ভরে ব্রত পালন করলে ধর্ম ,অর্থ , কাম,মোক্ষ লাভ হয় ।।

Journalist Name : Srimita Sasmal

Tags:

Related News