এখন ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ - ভারতীয়দের জন্য রইলো চমক

banner

#Pravati Sangbad Digital Desk:

ভ্রমণ পৃথিবীর এমন জিনিস যা শুধু মানুষকে ধনী করে না বরং ধনী থেকে আরো ধনী করে তোলে । ভ্রমণ ভালোবাসে না এমন মানুষ খুব কমই চোখে পড়ে। ভ্রমণ শুধু মানুষকে গ্রহণ করে না, ভ্রমণ খুঁজে নেয় সঠিক মানুষকে। বিদেশে যাওয়ার শখ কমবেশি সব ভারতীয়দের মধ্যেই বর্তমান। আর সেটা যদি ভিসা ছাড়াই হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ ঠিকই শুনছেন এখন ভারতীয়রা ভিসা ছাড়াই ঘুরতে পারবে ১৬ টি দেশে। ভিসা ফ্রি' এর পাশাপাশি "ভিসা অন অ্যারাভেল" দেয় ৪৩ টি দেশ। জায়গা গুলি হল- মরিশাস, ডোমিনিকা, সেনেগাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তিমুর, কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো ও উগান্ডা, কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু, বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, ও বলিভিয়া।
 
তাই আর দেরী না করে পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধু - বান্ধবদের সঙ্গে ঘুরে আসুন আপনার পছন্দ মত জায়গায়। বিস্তারিত জানতে চোখ রাখুন প্রভাতী সংবাদে। 

Journalist Name : Aankhi Banerjee

Tags:

Related News