Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

এই হোলিতে বাজারে আসতে চলেছে স্যামসাং-এর নতুন মডেলের ল্যাপটপ

banner

#Pravati Sangbad Digital Desk:

বাজারে বিকল্প নেই স্যামসাং ফোনের। কম দামে থেকে শুরু করে বড় লোকের চাহিদা অনুযায়ী সব রকমের ফোন হাজির রাখে স্যামসাং। তবে এবার হোলিতে আসতে চলেছে নতুন চমক। হোলির আগেই সেই সুখবর দিল স্যামসাং। ভারতের বাজারে একাধিক মডেলের ল্যাপটপ লঞ্চ করতে চলেছে স্যামসাং এবং সেটা এই হোলিতে। জানা গেছে ছয় রকমের ল্যাপটপ স্যামসাং আনতে চলেছে। এতদিন পর্যন্ত ফোন হেডফোন ফ্রিজ টিভি এইসবের বেশি চাহিদা ছিল স্যামসাংয়ের। এবার আসতে চলেছে ল্যাপটপ যাহা তরুণ প্রজন্ম থেকে প্রবীণ নাগরিক সবারই বর্তমানে খুব চাহিদার জিনিস। এতদিন পর্যন্ত যত না চাহিদা ছিল বর্তমানে লকডাউন পরিস্থিতিতে ওয়ার্ক ফর্ম হোম এছাড়াও পড়ুয়াদের যাবতীয় ক্লাস অনলাইনে হাওয়াই ল্যাপটপ এর চাহিদা বাড়ছে হু হু করে। সংস্থা সূত্রে খবর চিপের জোগান দিতে অনেক সমস্যা হয়েছিল বিশ্বজুড়ে তারপরই আবার নতুন মডেলের ল্যাপটপ আনতে চলেছে স্যামসাং। ল্যাপটপের বাজারে প্রতিযোগিতা বিদ্যমান তার মধ্যেই ল্যাপটপ আসতে চলেছে স্যামসাংয়ের। জানে যাচ্ছে ৪০,০০০ থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত দামের ল্যাপটপ আসছে স্যামসাংয়ের। ভারতে ল্যাপটপের বাজারে দুই অঙ্কের মার্কেটের শেয়ার করতেই পদার্পণ করেছে স্যামসাং।


স্যামসাং সংস্থার এক কর্তা সন্দীপ পসওয়াল বলেন সমস্ত ল্যাপটপ ব্যবহারকারী অর্থাৎ পূর্ব থেকে শুরু করে প্রবীণ নাগরিক সবার কথা মাথায় রেখেই ল্যাপটপ আনা হচ্ছে স্যামসাং-এর পক্ষ থেকে। উইকট তার দাবি অনুযায়ী লকডাউন পরিস্থিতিতে বেশিরভাগ কাজই বাড়ি থেকে হচ্ছে বেড়েছে ল্যাপটপের চাহিদা। সবদিক মাথায় রেখেই স্যামসাং ল্যাপটপ এর বাজারে পদার্পণ করতে চলেছে। শুধু বিক্রি করি তাদের কাজ সম্পন্ন নয় এরপর সার্ভিসের দিকেও তো খেয়াল রাখবে বলে জানিয়েছে। পার্টির দেবার ল্যাপটপের জন্য থাকবে টোয়েন্টিফোর ২৪*৭ সার্ভিস। হোলিতে শুধু ল্যাপটপই নয় গ্যালাক্সি সিরিজের নতুন মোবাইলে আসছে স্যামসাং এর পক্ষ থেকে। মোবাইল গুলো থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে তবে দাম সাধ্যের মধ্যে হলেও অনেক অত্যাধুনিক ফিচার থাকবে এই ফোন গুলোতে। এরইমধ্যে লঞ্চ করেছে গ্যালাক্সি বুক টু প্রো, গ্যালাক্সি বুক টু প্রো৩৬০, গ্যালাক্সি বুক টু ৩৬০ ছাড়াও আরো দুটি নতুন মডেল এই বছরেই।

Journalist Name : Sagarika Chakraborty

Tags: