Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

আলিয়া ঘটনা নিয়ে কি বললেন মমতা!

banner

#Pravati Sangbad Digital Desk:

আলিয়া বিশ্ববিদ্যালয় ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রশ্ন 'বিশ্বভারতীর উপচার্য গ্রেফতার হয়েছে?'
তিনি নিজ ব্ক্তৃতায় বলেছেন, "পুলিশ তো ব্যবস্থা নিয়েছে। দেখছেন তো গ্রেফতার হয়ে গেছে। আর বিশ্বভারতী নিয়ে যা হচ্ছে সেটার ব্যাপারে একটু দেখুন। ক'জন গ্রেফতার হয়েছে? বিশ্বভারতীর ভিসি গ্রেফতার হয়েছেন? ছাত্রছাত্রীদের ক্ষোভ থাকতেই পারে। যেই একটু কটু কথা বলেছে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এখানে পুলিশ ব্যবস্থা নেয়। কিন্তু বিশ্বভারতীতে যা করেছে ভদ্রলোক সেখানে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে?"
সূত্রের খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হেনস্থা করা ও তার ভিডিও ভাইরাল হওয়াকে ঘিরে তোলপাড় রাজ্যের শিক্ষা মহল। অডিও ক্লিপটি সামনে এনেছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তবে প্রথমে তার সত্যতা যাচাই করা হয়নি। পরে ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। সেখানে যে দুজনের কথোপকথন শোনা যাচ্ছিলো তাদের মধ্যে একজন হলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অপরজন বর্তমান তৃতীয় বর্ষের ছাত্র।
সেখানে স্পষ্ট সোনা যায় চাইলেই উপচার্যকে বের করে দিতে পারে তবে একজনকে প্রয়োজন। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিমের নাম ও উঠে এসেছে কথোপকথনে। দুজনের কথোপকথনে শোনা গেছে একজন অপরজনকে বলছে ফিরহাদ হাকিম তাকে এক সপ্তাহ সময়ে দিয়েছেন ভিসিকে কলেজ থেকে সরিয়ে ফেলার জন্য। তবে এর পুরোটাই অস্বীকার করেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, তিনি এ ধরনের কাজের কোনো নির্দেশে দেননি।
ভিসিকে হেনস্থা করায় মূল অভিযুক্ত তৃনমুলের প্রাক্তন ছাত্র নেতা গিয়াসউদ্দীন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে ও আদালতে তোলার নির্দেশে দেওয়া হয়েছে। 

Journalist Name : Sayani Chatterjee

Related News