Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

ট্যাক্সি সংগঠনের তরফ থেকে পরিবহন মন্ত্রীকে সরকারি অ্যাপ ক্যাব চালু করার প্রস্তাব

banner

#Pravati Sangbad Digital Desk:

এবারে ট্যাক্সি সংগঠনের তরফ থেকে পরিবহন মন্ত্রীকে বেসরকারি ক্যাব সংস্থাগুলির দাপট কমাতে সরকারি ক্যাব চালু করার প্রস্তাব দেওয়া হতে চলেছে। এই কারণেই ট্যাক্সি ইউনিয়নের সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। গত শুক্রবারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছিল আর সেই জন্য অ্যাপ ক্যাব উবর সংস্থা ১২ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা জানায়। তাদের এই ডিজেল পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় চালকদের সমস্যা দেখে ১২ শতাংশ ট্রিপ পিছু ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় পরিচালক বিভাগের প্রধান নীতিশ ভূষণ। তিনি বলেছেন, পরবর্তী পদক্ষেপ তেলের মূল্যবৃদ্ধির দিকে তিনি নজর রাখবেন। উবর সংক্রান্ত এমন সিদ্ধান্তে আসার পরে এই ৬ই এপ্রিলই পরিবহন প্রধানমন্ত্রী ক্যাপ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। সঙ্গে আমন্ত্রণ জানানো হবে চালক সংগঠনের প্রতিনিধিদেরও।
বৈঠকে মনস্থির করা হবে যাতে সরকারি অ্যাপ ক্যাব চালু হয়। অনলাইন অ্যাপ ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আমরা একটি সরকারি অ্যাপ চালু করার প্রস্তাব দেব পরিবহন দপ্তর থেকে। সরকারি এই অ্যাপগুলি যেমন কমিশন নেই তেমন জিএসটি টেক্সও নেই। এতে যাত্রী ও ক্যাপ চালক দুজনেরই সুবিধা হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া শুরু হচ্ছে"। আপাতত 'রাইড' নামের একটি অ্যাপ পরিসরে চালু করা হয়েছে।

"বেসরকারি এই অ্যাপগুলি নিয়ে শুধুমাত্র আজকের সমস্যা সৃষ্টি হয়নি এরপূর্বে এমন সমস্যা দেখা দিয়েছে। আমরা চাই সরকারি এই ব্যাপারে এবার উদ্যোগ নিক। আমাদেরও অনেক মন্তব্য রয়েছে এবং তা আমরা পরিবহন মন্ত্রীর সামনে প্রকাশ করব" - সকলের সামনে এমন বক্তব্যই জানিয়েছেন জয়েন্ট কাউন্সিল অব লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের একজন সাধারণ সম্পাদক শংকর ঘোষ। এই বৈঠকে ইউনিয়ন কলকাতা অ্যাপ ক্যাব ফাউন্ডেশন সহ ড্রাইভার ইউনিয়নকেও ডাকা হয়েছে।

Journalist Name : Sutapa Dey Sarkar