Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

ডিজিটাল স্ক্রিন মানুষের চোখের কতটা ক্ষতি করছে? চোখ ভালো রাখার জন্য কি কি করা উচিত

banner

#Pravati Sangbad Degital Desk:

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ (সিনিয়র অপটোমেট্রিস্ট) ডক্টর অভিষেক ব্যানার্জী যিনি বিবিআই ফাউন্ডেশন, নেত্রালয় এবং অমূল্যজ্যোতি আই ফাউন্ডেশন এর সাথে যুক্ত আছেন, আজ প্রভাতী সংবাদকে চক্ষু সম্পর্কিত প্রভূত প্রশ্নের জবাব দিয়েছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে এক মিনিটও আমরা ডিজিটাল স্ক্রিন ছাড়া থাকতে পারিনা , সবসময় এই কম্পিউটার/ল্যাপটপ/স্মার্টফোন মানুষের চোখের কতটা ক্ষতি করছে? চোখ ভালো রাখার জন্য কি কি করা উচিত বিশেষত প্রোটিন জাতীয় খাবার ও সব্জী কি নিত্য ডায়েট এ রাখা উচিত এই বিষয়ে ডাক্তারবাবুর মতামত শুনুন। চোখের সমস্যা নিয়ে যে রুগীরা ডাক্তারের কাছে আসতে ভয় পান তাঁদের জন্য ডাক্তারবাবু সাহস জোগাচ্ছেন শুনুন। খুব ছোট বাচ্ছাদের চোখের সমস্যার কারণ এবং এই সমস্যার সমাধান এর উপায় বাতলেছেন ডাক্তারবাবু। এছাড়া চোখের নিয়মিত যত্ন কিভাবে নেওয়া উচিত এবং নিয়মিত চক্ষু পরীক্ষা কোন বয়স থেকে করা প্রয়োজন সেটি জেনে নিন এই ভিডিও থেকে। আজ প্রভাতী সংবাদের প্রতিনিধি হিসেবে  আমি শ্রীমন্ত দে আর ক্যামেরায় অনিতেষ বর্মন এর সাথে ডাক্তারবাবুর সাক্ষাৎকার নিতে চলে এলাম।

Journalist Name : শ্রীমন্ত দে

Tags:

Related News