Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

৫১ বছর পরে বই ফেরত! অবাক বিশ্বের বই প্রেমীরা

banner

#Pravati Sangbad Digital Desk:

আমারা সকলেই কম বেশি লাইব্রেরিতে ঢুকেছি, সে পড়ার বই পড়তেই হোক কিংবা গল্পের বই। কিন্তু বর্তমানে বই কিনে বা লাইব্রেরি থেকে তুলে বই পড়ার প্রবণতা আগের তুলনায় অনেক কম, তার অন্যতম কারণ হল বর্তমানে অনলাইনেই বই পাওয়া যায়, নিজের ইচ্ছে মতো প্রিন্টও করে নেওয়া সম্ভব।
তবে লাইব্রেরি থেকে বই নেওয়ার জন্য বিশেষ কিছু শর্ত থাকতো, যার মধ্যে অন্যতম শর্ত হল বই জমা দিতে দেরি হলে ফাইন দিতে হবে। আমাদের অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে, কিন্তু কানাডার এক গ্রন্থাগারের ঘটনা রীতিমতো অবাক করলো সকলকে। ঘটনাটি কানাডার ভ্যাঙ্কুভার পাবলিক লাইব্রেরির। আজ থেকে ঠিক ৫১ বছর আগে লাইব্রেরি থেকে একজন ব্যাক্তি দ্য টেলিস্কোপ নামক এক বই নিয়েছিলেন ১৯৭১ সালের ২০শে এপ্রিল। এতদূর পর্যন্ত ঠিকই ছিল সবটা, বই নেওয়ার পরে আর ফেরত দিতে আসেননি ওই ব্যাক্তি। এত দিনে সবার এই ঘটনা মনে না থাকারই কথা, কিন্তু হঠাৎ করেই বই নিয়ে হাজির ওই ব্যাক্তি। ৫১ বছর পরে গ্রন্থাগারে বই ফেরত দিয়ে ক্ষমাও চাইলেন ওই ব্যাক্তি। তিনি ক্ষমা চেয়ে লিখেছেন, “বইটি যত্নের সাথেই আমার কাছে ছিল, এই ঘটনার জন্য আমি দুঃখিত”। কানাডার ভ্যাঙ্কুভার পাবলিক লাইব্রেরির পক্ষ থেকেই বইটির ছবি সমেত টুইট করা হয়েছে, তাতেই লেখা হয়েছে এই ঘটনার কথা। আগে লাইব্রেরিতে লেট ফাইন থাকলেও বর্তমানে সেই লেট ফাইন মকুব করা হয়েছে, পাঠকদের আগ্রহ বাড়ানোর জন্য, কিন্তু তার পরেই অনেক ক্ষেত্রে দেখা গেছে বই পড়তে অনীহা প্রকাশ করছে বর্তমান প্রজন্ম, অনেক সরকারি স্কুলের পক্ষ থেকে চালু করা হয়েছে ই-লাইব্রেরি, কিন্তু তাতেও চিত্রটা একই রকম।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags: