আড়াই বছর পর কলকাতা ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে যুবভারতী-তে

banner

#Pravati Sangbad Digital Desk:

ঠিক আড়াই বছর পর ১৬ ই আগস্ট থেকে যুবভারতীতে শুরু হচ্ছে কলকাতা ডার্বি প্রতিযোগিতা। এইদিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের  ম্যাচ দিয়ে শুরু হবে ডুরান্ড কাপ। ২০২০ সালের জানুয়ারি মাসে কলকাতায় মুখোমুখি হয়েছিল দুই দল। খেলার স্কোর ছিল 2-1। সেই ডার্বিতে বিজয়ী হয়েছিল মোহনবাগান। ১৩১ তম ডুরান্ড কাপে এবছর ১৬ টি দলের পরিবর্তে ২০ টি দল নিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা। প্রসঙ্গত এশিয়ার সবথেকে পুরনো প্রতিযোগিতা এটি। এবছর প্রথমবার অসম এবং মণিপুরে খেলা হবে । মোট ম্যাচ হবে ১০ টি এবং নকআউট পর্বের ম্যাচ  ৭ টি।
অসমের গুয়াহাটি এবং মণিপুরের ইম্ফলে হবে ১০ টি ম্যাচ। বিগত বছরে এই ডুরান্ড কাপ ফাইনালে মহামেডান স্পোর্টিং কে হারিয়ে দিয়ে  ট্রফি জিতেছিল এফসি গোয়া। সেই ম্যাচ হয়েছিল গোয়াতে। করোনা মহামারির জন্য কলকাতার দর্শক ২ বছর পর মাঠে ম্যাচ দেখার সুযোগ পাবে। অন্যদিকে ডুরান্ড কাপ ফাইনাল  যুবভারতিতে হওয়ায় আড়াই বছর পর ফাইনাল দেখার সুযোগ এসেছে কলকাতার দর্শকদের কাছে।

Journalist Name : অর্জুন দাস

Related News