গ্রুপ কলে বন্ধ করে দেওয়া যাবে অন্যের মাইক্রোফোন, হোয়াটসঅ্যাপে এবার নয়া বৈশিষ্ট্য

banner

#Pravati Sangbad Digital Desk:

একের পর এক নিত্য নতুন বৈশিষ্ট্য সংযোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে।বেশ কিছু দিন আগেও ভুল বার্তা লিখে পাঠালে তা সংশোধন করা যাবে বলে এমনটাই জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা।এমনকি এই সংস্থার তরফে তারও আগে গ্রুপকলের সদস্য সংখ্যা এক ধাক্কায় প্রায় দ্বিগুণ করার ঘোষণাও করা হয়েছিল।ঠিক তেমনই আরও নতুন একটি বৈশিষ্ট্য যুক্ত হল সেই তালিকায়।
অনেকসময় গ্রুপ কলে ভুলবশত অনেকেরই মাইক চালু হয়ে যায়।আর এই সমস্যার সমাধানের জন্যই নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে প্রায়শই ভুলবশত নিজেদের মাইক চালু করে ফেলেন অনেকে।তবে এখন তা বন্ধ করার সুবিধাও রয়েছে।কিন্তু অনেকসময়ই সেই বার্তা চোখ এড়িয়ে যায়।সেক্ষেত্রে মাইক চালু থাকায় অনেকেই বিভিন্ন অবাঞ্ছিত শব্দের কারণে অস্বস্তিকর হয়ে ওঠেন।উল্লেখ্য এ বার থেকে গ্রুপ কলে যদি কারও মাইক চালু হয়ে যায় তাহলে গ্রুপ কলে থাকা যে কেউ ওই সংশ্লিষ্ট ব্যক্তির চালু হয়ে যাওয়া মাইক বন্ধ করে দিতে পারবেন।

Journalist Name : Riya Some