ত্বকের যত্নে অ্যালোভেরা

banner

#Pravati Sangbad Digital Desk:

ত্বকের সঠিক পরিচর্চার জন্য আমরা নামী- দামী কসমেটিক্স কিনে ব্যবহার থেকে শুরু করে কত কী না করি থাকি।কিন্তু মনের মতো ত্বক যেন পাই না!
ত্বক ও চুলের দেখভালের জন্য অ্যালোভেরার ব্যবহার যথেষ্ট গুরুত্বপূর্ণ।বিশেষজ্ঞদের মতে, উজ্জ্বল ও সতেজ ত্বক,অকালে চুল পড়ে যাওয়া,ঘন চুল পাওয়ার ক্ষেত্রে একটি সাদারণ উপাদান হিসেবে ব্যবহার করা যায় অ্যালোভেরা।একঝলকে দেখে নিন সৌন্দর্য বৃদ্ধিতে অ্যালোভেরা কীভাবে কাজে লাগে -
■ মুখের জেল্লা বৃদ্ধিতে, মসৃণ ও নরম রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।চোখের নীচে ফোলা ভাব থাকলে,তা দূর করতেও অ্যালোভেরা জেল বিশেষ কার্যকর।
■ অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রসের মিশ্রণে তৈরি প্যাক নিয়মিত পনেরো মিনিট ধরে মুখে ও গলায় লাগিয়ে, এরপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।এতে ত্বকে থাকা রোদের পোড়া দাগ দূর হয়ে যায়।
■ অল্প বয়সে ত্বকের উপর বার্ধক্যের ছাপ পড়লে বা বলিরেখা দেখা দিলে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন।কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকের গভীরে গিয়ে ভিটামিন ও খনিজের পুষ্টি যোগান দেয়।
■ত্বকের পাশাপাশি চুলের জন্যও অ্যালোভেরার জুড়ি মেলাভার।খুশকি দূর করতে ও মাথার ত্বকের পিএইচের ব্যালান্স সঠিক রাখতে অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে সারারাত মাথায় রেখে পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
■ ত্বকের উপর জ্বালাভাব হলে আবার অ্যালোভেরা জেল আইস কিউব ট্রেতে অ্যালোভেরা আইস কিউব দিয়ে ত্বকের উপর ঘষতে পারেন।এর ফলে ত্বক নরম ও ঠান্ডা থাকে। 
■ ঠোঁট আর্দ্র রাখতেও অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন।এক চা চামচ চালের গুঁড়ো আর অ্যালোভেরা জেল মিশিয়ে ঠোঁটের উপর লাগিয়ে ধীরে ধীরে মাসাজ করে পাঁচ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

Journalist Name : Riya Some

Related News