Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

একঝাঁক উঠতি অভিনেতাদের নিয়ে 'খেলা' দেখাল কিস্টন মিডিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলার প্রথম ওয়েব সিরিয়াল'খেলা'-র দ্বিতীয় পর্ব। 'কিস্টন মিডিয়া' প্রযোজিত এই সিরিয়ালে একঝাঁক উঠতি অভিনেতা অভিনেত্রী অভিনয়্ করেছেন। তবে প্রথম পর্বেই দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে এই ওয়েব সিরিয়াল। অভিনেতা ও পরিচালক সোমনাথ ভট্টাচার্যের কথায় এই সিরিয়ালের গল্প খুবই আকস্মিকভাবে আমাদের মাথায় আসে। আমি আর বিদ্যুৎ দুজনে একটি জায়গায় লোকেশান দেখতে গিয়ে ওই লোকেশনে  একটি 'ইম্প্রভাইস অ্যাক্ট' করার কথা মাথায় আসে। ভাবনা মতো অ্যাক্ট করি । পরে ওই অ্যাক্টের ভিডিও দেখার সময় এই সিরিয়ালের চিন্তা মাথায় আসে। 
অপরদিকে, কিস্টন মিডিয়ার অন্যতম কর্নধার এবং অভিনেতা বিদ্যুৎ দাস বা বরুন দা -র কথায়, ইউটিউবে অনেকেই বিভিন্ন ওয়েব সিরিজ অথবা স্বল্প দীর্ঘের ছবি দিয়ে থাকে। লোকে সেটাকে দেখে কিন্তু পরে ভুলেও যায়। আমাদের ভাবনায় তাই আসে এটি যদি ওয়েব সিরিয়ালের আকারে মুক্তিলাভ করে তাহলে মানুষের মনে জায়গা করে নিতে কম সময় লাগবে। তিনি আরও যোগ করেন, অন্যান্য যেকোনো ওটিটি প্ল্যাটফর্মে  যদি এটা মুক্তি পেত তাহলে লোককে এটাকে দেখার জন্য একটা মোটা টাকা গুনতে হত। আমাদের এই সিরিয়ালটির লক্ষ্য টাকা ইনকাম করা নয়, বাংলার প্রতিটি লোকের কাছে পৌছনো তাই ইউটিউবের মত একটি  বিনামুল্যের প্ল্যাটফর্ম আমরা বেঁছে নিয়েছি। উল্লেখ্য, কিস্টন মিডিয়া এর আগে অনেক প্রোডাকশন হাউসের সাথে হাত মিলিয়ে কাজ করে দর্শকদের বহু সিরিয়াল ও ছবি উপহার দিয়েছে। এছাড়াও তাদর বেশ কয়েকটি বাংলা ওয়েব শীঘ্রই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে  মুক্তি পেতে চলেছে। 
সোমনাথ দা নতুন অভিনেতা প্রসঙ্গে বলেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিনেতা এবং তাঁর অনুসাঙ্গিক কাজ দেওয়ার জন্য ফোন আসছিলো। আমরা মন থেকে কাজ না দিতে পারায় বেশ খানিকটা অখুশি ছিলাম , এই সিরিয়াল সেই দুঃখকে ভুলিয়ে দিল। অপরদিকে বিদ্যুৎ দা বলেন, এই সিরিয়াল অভিজ্ঞ এবং অনভিজ্ঞ অভিনেতাদের মেলবন্ধনের সেতু হিসেবে কাজ করছে। একদিকে অভিজ্ঞ অভিনেতারা তাদের অভিজ্ঞতা দিয়ে গল্পটিকে বেঁধে রাখছে, ঠিক একইভাবে অনভিজ্ঞরাও তাদের কাজ থেকে অনেককিছু শিখতে পারছে।
স্বজনপোষণের ঘটনা  ফুঁৎকারে উরিয়ে দিয়ে বিদ্যুৎ দা বলেন, অভিনয় জগতে দর্শকরাই ভগবান এবং তাঁদের যদি কোনো অভিনেতার অভিনয় ভালো না লাগে, তাহলে তাঁর অভিনয় জীবন সেখানেই শেষ। তাই চেনাজানা দিয়ে  ১-২ খানা কাজ পাওয়া যেতে পারে, কিন্তু প্রতিষ্ঠিত অভিনেতা হতে গেলে অভিনয় জানা জরুরী। বরুণ দা প্রোডাকশন প্রসঙ্গে বলেন, আমাদের কাছে শুধু কলকাতা নয় মুম্বাই এবং অন্যান্য ফ্লিল্ম ইন্ডাস্ট্রি থেকে অভিনেতা এবং অনুসাঙ্গিক কাজের লোক দেওয়ার জন্য ফোন আসতেই থাকে । তাই আমরা কলকাতাতে প্রথম কাস্টিং ব্যাংকিং করছি। অর্থাৎ, ৫ থেকে ৯০ বছর পর্যন্ত প্রায় ৫ থেকে ৬ হাজার অভিনেতা অভিনেত্রীদের খুঁটিনাটি আমাদের কাছে  থাকবে। ডিরেক্টর অথবা প্রডিউসারের পছন্দমতো সেই ব্যাংকিং থেকে অভিনেতা ,অভিনেত্রী এবং অনুসাঙ্গিক কাজের জন্য  নিতে পারবে।
গল্প প্রসঙ্গে সোমনাথ দা জানান, এই গল্পতে দেখা যাবে কলকাতার পরিচিত এলাকার একটি পুরনো বাড়ির ওপর নজর পরে বেশ কয়েকজন প্রমোটারের। সেই প্রমোটারসমূহের মধ্যে রয়েছে বাড়ির মালিকের ভাইপোও। একদিকে ভাইপো ওই বাড়ী হাতানোর জন্য কাকা কে খুন করার পরিকল্পনা করে। অন্যদিকে,অন্য একজন প্রমোটার ওই বাড়ি হাতানোর জন্য ওঁত পেতে বসে থাকে।এই নিয়েই গল্প শুরু হয়েছে। বিদ্যুৎ দাস,অমিত গাঙ্গুলি,সোমনাথ ভট্টাচার্য সহ একঝাঁক উঠতি অভিনেতা অভিনেত্রী এই ওয়েব সিরিয়ালে অভিনয় করেছেন। গল্পের দুটি পর্বই "Somnath Bhattacharyya Entertainment" ইউটিউব চ্যানেলটিতে  বিনামুল্যে দেখতে পারবেন। শুধু তাই নয়, অভিনয় সম্বন্ধিত অনেক তথ্য এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। 

Journalist Name : Tamoghna Mukherjee

Related News