Flash News
    No Flash News Today..!!
Thursday, December 18, 2025

আরও একবার মানুষের পাশে সনু সুদ, মুম্বাই পুলিশকে দিল ১০০০ রেনকোট

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

বলিউডে ভিলেন মানেই আমরা বুঝি নিম্নমানের একজন মানুষ। তবে সেই ভিলেন যদি সনু সুদ হয়, তখন তাকে ভিলেন বলতেও বাঁধবে সাধারন মানুষের, এর কারন একটাই জাত-ধর্ম নির্বিশেষে এই মানুষটি সবার পাশে থেকেছেন এবং এখনো থাকেন। সেই লকডাউনের সময় থেকে এখন পর্যন্ত প্রতিটি মানুষের সাহায্যার্থে সর্বদা সুদ নিজের হাত বাড়িয়ে দিয়েছেন। সমস্যা লকডাউনে পরিযায়ী শ্রমিকের হোক বা ক্যান্সারে আক্রান্ত ছোট শিশুকন্যা সনু সুদ সর্বদা দুই হাত দিয়ে অকাতরে ভালবাসা দান করে যান। এমনকি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে আটকে পরা ভারতীয় পড়ুয়াদেরও সনু তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার ব্যাবস্থা করেছেন। 
গত কয়েকদিন লাগাতার বর্ষণের জেরে মুম্বাই কার্যত জলমগ্ন হয়ে পরেছে। মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার বেশ কয়েকটি জায়গায় লাল সতর্কতা জারি করেছেন। আর এই পরিস্থিতিতে মুম্বাই পুলিশ নিরলস পরিশ্রম  করে চলেছে। যাতে সাধারন মানুষ কোনো  বিপদের সম্মুখিন না হন। আর এহেন পরিস্থিতিতে মুম্বাই পুলিশের পাশে দাঁড়াল সনু সুদ। এই দুর্যোগের আবহাওায়ায় যাতে পুলিশ ঠিকমতো কাজ করতে পারে তাঁর জন্য তিনি দিলেন ১০০০ খানা রেনকোট। সোশ্যাল মিডিয়াতে খবর চাউর হতেই নেটিজেনরা তাঁর এই পদক্ষেপ এর জন্য সাধুবাদ জানিয়েছে। প্রসঙ্গত, এর আগে করোনাকালে সনু সুদ মুম্বাই পুলিশ কর্মীদের ফেসশিল্ড বিতরণ করেছিলেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব
Related News