প্রাকৃতিক লিপবাম বিটের জুড়ি নেই, কিভাবে ব্যবহার করবেন জেনে নিন

banner

#Pravati Sangbad Digital desk:

ত্বকের যত্নে  ঘরোয়া টোটকার জুড়ি মেলা ভার।  রূপচর্চার অনেক উপকরণই মেলে রান্নাঘরে।। তার মধ্যে অন্যতম বিট। শরীরের সাথে রূপচর্চাতেও অপরিহার্য এই সব্জিটি। শীতের মতো বর্ষাতেও ঠোঁট ফাটা একটি বড় সমস্যা। আর এই ঠোঁট ফাটার সমস্যায় বিট হতে পারে মোক্ষম দাওয়াই। ঠোঁটের কালো দাগছোপ তুলে দিতেও এর জুড়ি মেলা ভার। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করে। লিপবাম এর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন বিট।
ছোট এক ফালি বিটের টুকরো ফ্রিজে ১৫-২০ মিনিট সংরক্ষণ করে রাখুন। তার পর সময় মতো বার করে নিয়ে ঠোঁটের উপর ঘষে নিন। এ ছাড়া বিটের রসের সাথে মেশাতে পারেন, এক চামচ লেবুর রস। এই দু’টিতেই প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, মা ঠোঁটের মৃত কোশ তুলে দিয়ে ঠোঁট করে তুলবে মসৃণ ও কোমল।

Journalist Name : Samata Chakraborty

Related News