সিআইএসএফ সেজে প্রতারণা মহানগরীতে

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে পর্যুক্তি যত উন্নত হয়েছে ততই বেড়েছে প্রতারণার মামলা, প্রতিদিনই সামনে আসছে সাইবার প্রতারণার মামলা। আরও একবার সাইবার প্রতারণার খবর সামনে এসেছে খাস কলকাতা থেকেই। ঘটনাটি ঘটেছে বেলেঘাটাই, কিছু দিন আগে বেলেঘাটার বাসিন্দা শুভাশিস চট্টোপাধ্যায় তার বাড়ি ভাড়া দেবার জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিল, আর তাতেই বিপত্তি। বিজ্ঞাপন দেখে একজন ফোন করেন শুভাশিস বাবুকে, ব্যক্তি নিজেকে সিআইএসএফ এর কর্মী হিসাবে পরিচয় দেন, তিনি আরও বলেন তিনি কলকাতা বিমানবন্দরে নিরাপত্তার কাজে নিয়োজিত, সেই কারণে বিমান বন্দরের আশেপাশে তিনি অনেক দিন ধরেই একটি ভাড়া বাড়ি খুঁজছেন, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায়। এর পরেই ভুয়ো সিআইএসএফ কর্মী জানান তিনি ব্যাংক গিয়ে টাকা দিতে পারবেন না, সিআইএসএফ এর পক্ষ থেকে তাকে টাকা দেওয়া হবে অনলাইনে, সেই অকারণে কয়েকজন কর্মীর সাথে কোথাও বলে শুভাশিস বাবু। তারপর শুভাশিস বাবুকে বলা হয় ওই অনলাইন সাইটে প্রথমে তাকেই টাকা দিতে হবে পরে সিআইএসএফ এর পক্ষ থেকে সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু টাকা দিতেই বিপত্তি, দু দফায় ২২ হাজার টাকা দেন শুভাশিস বাবু, তার পরেই বেপাত্তা ওই ভুয়ো সিআইএসএফ কর্মী। শুভাশিস বাবু পুলিশকে জানিয়েছেন তার যাতে সন্দেহ না হয় সেই কারণে দফায় দফায় ভিডিও কল করেন ওই ব্যক্তি এমনকি সিআইএসএফ এর উর্দিতেও অনেক জাওয়ানকে তার সাথে কথা বলতে দেখেন শুভাশিস বাবু। ঘটনার তদন্তে নেমেছে বেলেঘাটা থানার পুলিশ, সেই সাথে লালবাজার সাইবার বিশেষজ্ঞরাও তদন্তের ভার নিয়েছে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News