Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা WBSEDCL এর, মিলবে বিশেষ ছাড় বিদ্যুৎ বিলের উপর

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

পেট্রোল ডিজেল থেকে শুরু করে গ্যাসের দামের পর বিদ্যুৎ বিলে পর্যন্ত মধ্যবিত্তের ভাড়ার শূন্য হবার দশা। সবকিছুর পাশাপাশি বিদ্যুৎ বিলের হার বেড়ে যাওয়াতে কার্যত মধ্যবিত্তদের কপালে হাত কিন্তু কিছু বিশেষ ছাড় আছে WBSEDCL  এর পক্ষ থেকে যার দরুন কমতে পারে বিদ্যুৎ বিলের হার। এর আগেও অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দারুন উপায়ের প্রস্তাব রেখেছিলেন। যার দ্বারা গ্রাহকরা তাদের বিল পিছু এক শতাংশ করে ছাড় পেয়ে যাবে। এর জন্য রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় যে বাংলা সহায়তা কেন্দ্রগুলি গড়ে উঠেছে সেখানে গিয়ে এই পেমেন্টের মাধ্যমে বিল প্রদান করতে হবে। এসারাই গ্রাহকেরা তাদের বিল পিছু এক শতাংশ করে ছাড় পেয়ে যাবে কিন্তু এতে সাধারণ মানুষের প্রশ্ন মাত্র এক শতাংশ ছাড়ে আজকালকার দিনে কি হয়! কিন্তু মুখ্যমন্ত্রী মনে করছেন কমপক্ষে এই এক শতাংশ ছাড়ই কিছুটা হলেও বিদ্যুৎ বিল কমাবে, ঠিক যেমন যদি কারোর বিদ্যুৎ বিল আসে 1000 টাকা তাকে দিতে হবে 990 টাকা, ইতি অল্প হলেও তো টাকাটা বাঁচলো সেটাই মূল উদ্দেশ্য সরকারের। এ ছাড়া এই পদ্ধতি চালু করলে সহায়তা কেন্দ্রগুলোর জনপ্রিয়তা বাড়বে বলেও ধারণা রাজ্য সরকারের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News