ফের একুশের সভায় বাম বিরোধিতায় তোপ মমতার

banner

#Pravati Santgbad Digital Desk:

২১শের সভামঞ্চ থেকে লাখ লাখ জনতার মাঝেই বিজপির পাশাপাশি বাম নেতা বিকাশ ভট্টাচার্যকে সরাসরি নাম করে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সব চাকরি ১০ থেকে ২০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে এমনটাই অভিযোগ করেন তৃণমূল নেত্রী। ধর্মতলায় একুশে জুলাইয়ের শহিদ দিবস সভা থেকে কেন্দ্রকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, 'বিজেপি এমন একটা রাজনৈতিক দল যাদের বুদ্ধিটা একেবারে মরূবৃক্ষ।দেউলিয়া বৃক্ষ। একথালা মুড়ি খাব। মুড়িতেও জিএসটি!' তিনি এও বলেন, "সিপিএম-এর আমলে চাকরি হয়েছিল।এক একটা টিচারের চাকরিতে, আমি অনেকের কাছে শুনেছি ১০ লাখ, ১৫ লাখ টাকায় এক একটা চাকরি বিক্রি হয়েছিল।" পাশাপাশি তৃণমূল নেত্রী আরও বলেন, "নাম বলে ছোট করতে পারিনা। সিপিএম-এর একটা কাগজ আছে। জিজ্ঞেস করুনতো, দলের কাগজ। তার যত রিপোর্টার আছে তাঁর বেশিরভাগের বউ সবাই টিচারের চাকরি পেয়েছে কী করে। কোয়ালিটিতে পেয়েছিল নাকি ক্রেডিবিলিটিতে পেয়েছিল, নাকি নম্বরে পেয়েছিল। ছেলেরা পার্টি করবে, আর বউরা চাকরি করবে। এই নিয়ে সিপিএম চাকরিগুল দিয়েছিল। আমরা জানি এগুলো।" প্রসঙ্গত এদিন বক্তৃতার শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কয়েকটা কথা বলতে চাই। যাঁরা বৃষ্টিতে ভিজেছেন, তাঁরা আমার কথা না শুনে চলে যাবেন না তো? দেখলেন তো ২১শে জুলাই বৃষ্টি হয়, ইশ্বরের কী আশীর্বাদ!"

Journalist Name : Riya Some

Tags:

Related News