শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk:

শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল সকাল বেলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল, রীতিমতো মন্ত্রীকে ঘুম থেকে তুলেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাথে হাজির ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, অন্যদিকে বাড়ির চারিদিকে নিরাপত্তার দায়িত্বে ছিল কলকাতা পুলিশ। রাজ্যের শিক্ষক নিয়োগ মামলায় এর আগেও একাধিক হেভি ওয়েট নেতৃত্বের নাম প্রকাশ্যে এসেছে, শুধু তাই নয় নাম জড়িয়ে ছিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। ইডি সূত্রে খবর গতকাল রাজ্যে ১৩টি জায়গায় অভিযান চালিয়েছে তারা।
অন্যদিকে দক্ষিণ কোলকাতার একটি আবাসনে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২১ কোটি টাকা মিলেছে বলে খবর ইডি সূত্রে। সেই সাথে মিলেছে প্রায় ২০টি মোবাইল ফোনও। প্রাথমিক অনুমান, এই সমস্ত টাকা রাজ্যের বেআইনি শিক্ষক নিয়োগের, পাশাপাশি ওই একই আবাসনের বেশ কিছু ফ্ল্যাট রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো শিক্ষাসচিব মনীশ জৈনকে। প্রশ্নের মুখে পরে তিনি জানিয়েছেন, সমস্ত কিছু পার্থ চট্টোপাধ্যায়ের কথা মতোই হতো, সমস্ত নিয়োগ তাঁর নির্দেশেই করা হতো। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সারা রাত জিজ্ঞাসাবাদ করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। জেরা চলাকালীন দু-বার অসুস্থ বোধ করেন তিনি, গৃহ চিকিৎসককে দিয়ে চলে চিকিৎসাও। অবশেষে আজ সকাল ১০টা নাগাদ গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News