জাতীয় মঞ্চে সম্মানিত অপু, অভিযান্ত্রিকের মুকুটে নতুন পালক

banner

#Pravati Sangbad Digital Desk:

১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালি, তারপর একে একে অপরাজিত, অপুর সংসার। এই তিন চলচ্চিত্র এক কথায় অপুর ট্রিলজি নামেও বিখ্যাত। সত্যজিৎ রায়ের পথের পাঁচালি আজও চলচ্চিত্র প্রেমীদের কাছে সেরা শিরোপা অর্জন করেই রেখেছে। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন পরিচালক, পেয়েছেন আন্তর্জাতিক সম্মানও। আর অপুর ট্রিলজির শেষ ছবি অপুর সংসারে আমরা পেয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তীকে। এর পরে অবশ্য পেরিয়ে গিয়েছে অনেকটা সময়, সত্যজিৎ রায় বা সৌমিত্র চট্টোপাধ্যায় কেউই আজ আর এ জগতে নেই, তবে দর্শকদের মনে আজও রয়ে গিয়েছে অপু। দীর্ঘ ৬৩ বছর পরে আবার পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরে মুক্তি পেয়েছে অভিযান্ত্রিক। অপুর সংসারের শেষ থেকেই বেঁছে নেওয়া হয়েছিলো মূল কাহিনী। আর এবার জাতীয় মঞ্চে সম্মানিত হল অভিযান্ত্রিক। ৬৮তম জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে  সেরা বাংলা ছবির শিরোপা পেল অভিযান্ত্রিক। সত্যজিৎ রায়ের ছবিতে অপু হিসাবে আমরা পেয়েছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর শুভ্রজিৎএর ছবিতে অপুর ভূমিকাই অভিনয় করেছে  অর্জুন চক্রবর্তী। সব মিলিয়ে অপুকে আরও একবার বড় পর্দায় দেখে খুশি দর্শকরাও।
অন্যদিকে আবার সেরা সিনেমটোগ্রাফারের সন্মান পেয়েছেন সুপ্রতিম ভোল। সব মিলিয়ে জাতীয় মঞ্চে আরও একবার সম্মানিত অপু। কিংবদন্তী সাদা কালো অপুর ছোঁয়া রয়েছে এই নতুন চলচ্চিত্রে, যা নস্টালজিয়াকে আরও একটু বাড়িয়ে তুলেছে। 

Journalist Name : sagarika chakraborty

Related News