Flash News
    No Flash News Today..!!
Thursday, December 18, 2025

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার মানিক ভট্টাচার্যের জায়গায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের (ডব্লিউবিপিইবি) নতুন সভাপতি হিসেবে রাষ্ট্র পরিচালিত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক গৌতম পলকে নিযুক্ত করেছে। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কথিত বেআইনিতার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ভট্টাচার্যকে ২১ জুন পদ থেকে অপসারণ করা হয়েছিল। একটি বিজ্ঞপ্তিতে, সরকার বলেছে যে পল, একজন সিনিয়র একাডেমিক, গভর্নর লা গণেসান একটি নবগঠিত অ্যাড-হক কমিটির প্রধান হিসাবে বোর্ডকে অবিলম্বে পরিচালনার জন্য নিযুক্ত করেছেন "জারি হওয়ার তারিখ থেকে এক বছরের জন্য।" কমিটির অন্য ১১ সদস্যের মধ্যে রয়েছেন পণ্ডিত, ইন্ডোলজিস্ট ডঃ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, স্কুল শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অধ্যাপক আভিক মজুমদার, বেথুন কলেজের সহকারী অধ্যাপক ডক্টর রাখি পল, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মলয়েন্দু সাহা। বিজ্ঞপ্তিটি "গভর্নরের আদেশে" জারি করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২১শে জুন মানিক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন এবং প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ২৬৯ জন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেআইনি কাজের জন্য তাঁকে দায়ী করে। পদ থেকে অপসারণের পরে ভট্টাচার্যকে মামলার বিষয়ে কেন্দ্রীয় সংস্থাগুলি জিজ্ঞাসাবাদ করেছে। ভট্টাচার্য নদিয়া জেলার পলাশিপাড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

শিক্ষা
Related News