Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 15, 2024

অভিষেকের স্বস্তি আদালতে, বহাল থাকল নির্দেশ

banner

#Pravati Sangbad Digital Desk:

শীর্ষ আদালতের রায়ে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সাফ জনিয়ে দেয়, আপাতত কড়া পদক্ষেপ নিতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সাথে আরও জানিয়ে দেওয়া হয়, চিকিৎসার জন্য যেতে পারবেন বিদেশেও।
উল্লেখ্য, কয়লা পাচারের তদন্তে নেমে এর আগে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তাঁর স্ত্রীকে। তারা হাজিরা দিয়েছেন। তারপরেই জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাওয়ার কথা বলা হয় ইডির তরফ থেকে। তখন শীর্ষ আদালতের দ্বারস্থ হন দুজনে। ৫ই সেপ্টেম্বর পর্যন্ত আদালত নির্দেশ দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না, আজ সেই রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। সেই সাথে তৃণমূল কংগ্রেস এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর বিরুদ্ধে মামলা করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত করার। সেক্ষেত্রে আদালত নির্দেশ দেয়, বাড়িতে গিয়েই জিজ্ঞাসাবাদ করতে হবে অভিষেক বন্দোপাধ্যায় এবং তার স্ত্রীকে, সেই সাথে আদালত নির্দেশ দেয় জিজ্ঞাসাবাদ চলাকালীন কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার দায়িত্ব নিতে হবে রাজ্য প্রশাষনের।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News