প্রয়াত শেয়ার মার্কেটের বাদশা, সকালে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রাকেশ ঝুনঝুনঅয়ালার

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রয়াত শেয়ার মার্কেটের “বিগ বুল” রাকেশ ঝুনঝুনওয়ালা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও শেষ রক্ষা হল না। আজ সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। শোনা যায়, তিনি যেখানেই হাত দিতেন সেটাই সোনা হয়ে যেত। শেয়ার মার্কেটে বিনিয়োগের ব্যাপারে তিনি কোন দিন ভুল করতেন না। যেই সংস্থার শেয়ার কিনতেন সেই সংস্থার শেয়ার বেড়ে যেত কয়েকগুণ। বিগত কিছু দিন আগেই তিনি কিনেছিলেন এক জুতো প্রস্তুতকারক সংস্থার শেয়ার, কিছুদিনের মধ্যে সেই শেয়ারের দাম বেড়ে যায় অনেকটাই। সম্প্রতি আকাশা এয়ারলাইন্সের বিমানও উড়েছে তাঁরই হাত ধরে। ১৯৬০ সালে হায়দরাবাদের এক মধ্যবিত্ত বাড়িতে জন্মে ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। বাণিজ্যিক বিভাগে পড়াশোনা তাঁর। জানা যায়, বাবার কাছ থেকেই স্টক মার্কেটের প্রতি ভালোবাসা জন্মাতে শুরু করে। এক সময় মাত্র ৫ হাজার টাকা নিয়ে নেমেছিলেন শেয়ার মার্কেটে বর্তমানে কয়েক কোটির মালিক সদ্য প্রয়াত বিগ বুল। রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News