হায়দ্রাবাদকে হারের মুখ থেকে বাঁচলেন ওগবেচে

banner

#Goa:

আজকের জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসির ম্যাচটি ছিল বিনোদনমূলক, আজকের ম্যাচে ছিল আক্রমণ, প্রতি আক্রমন ও প্রতি রক্ষ। আজকের ম্যাচটি গত দুদিন ধরে চলে আসা ম্যাচ গুলির মত একঘেঁয়ে ও একপেশে নয়, বরং আজকের ম্যাচটি অত্যন্ত ঘটনাপূর্ণ ও মনোরম। আজ দুটি দলই অত্যন্ত ভালো খেলেছে, আজ মোট ২টি গোলের ম্যাচ হয়েছে আজকের ম্যাচ শেষে আইএসএল এর লীগ টেবিলে জামশেদপুর ৫-এ ও হায়দরাবাদ ৬-এ আছে যথাক্রমে ৫ ও ৪ পয়েন্ট নিয়ে।


         আজ জামশেদপুরের কোচ ওয়েন কোয়লে তার দলকে ৪-৪-২ ছকে সাজিয়েছিলন, তাদের গোলে ছিল রেহেনেশ, ডিফেন্সে ভালো প্রদর্শন করেছেন ঘালোট এর বদলি হিসেবে আসা প্রণয় হালদার, এলি সবিয়া, মিডফিল্ডার হিসাবে ভালো প্রদর্শন করেছেন জিতেন্দ্র সিং, কোমল ঠাঠাল ও আলেক্সের বদলি হয়ে আসা পিটার হার্থলি, আক্রমণে উজ্জ্বল দেখিয়েছে স্টুয়ার্ট ও ভালস্কিচ কে। 


          হায়দ্রাবাদ এফসির মনালো মার্কেজ ৪-২-৩-১ ছকে সাজিয়েছিল, আজ তার ম্যাচ জেতার মূল অস্ত্র ছিলেন ওগবেচে, আজকের ম্যাচটি না জিতলেও এই অগ্বেছের জন্যই ১ পয়েন্ট হলেও ঘরে তুলতে সফল হয়েছেন। আজ গোলকিপার কাটটিমানি, ডিফেন্ডার আকাশ মিশ্র, যুয়ানান, আশিষ রাই, মিডফিল্ডে জাও ভিক্টর, পরিবর্তিত হয়ে আসা সৌভিক চক্রবর্তীদের জন্য হায়দ্রাবাদ কে আর কোনো গোল হজম করতে হয়নি, আর আক্রমণে ছিলেন ওগবেচে।   

            আজকের ম্যাচে সবচেয়ে বেশি আক্রমণ করেছে জামশেদপুর এফসি, তারা মোট ১১ টি শট নিয়েছেন কিন্তু শট অন গোল ১টাই ছিল, যা থেকে একমাত্র গোল পেয়েছে তারা, হায়দ্রাবাদ মোট আক্রমণ করেছে ৫ টি, তাদেরও শট অন গোল ১টি ছিল। জামশেদপুর অনেক আক্রমণ করলেও বল পজিশন বেশি ছিল হায়দ্রাবাদের কাছে যথাক্রমে ৪৪% ও ৫৬%, আজকের ম্যাচটি ক্রিয়েটিভ প্লে দিয়ে পূর্ণ ছিল, আজ দুটি দলের খেলোয়াড়রা সবকটি পাশ দৃরতা ও বুদ্ধিদীপ্ত ভাবে দিয়েছিল খেলাটি তাই বেশ মনোরম লাগছিল। 

           আজকের খেলা শুরু হওয়া থেকেই দুই দলের আক্রমণ এবং ডিফেন্স শক্তপোক্ত ছিল, তাই খুব সহজে গোলের দেখা মিলছিল না কোনো দলেরই। ৪১ মিনিটে জামশেদপুর এফসির মিডফিল্ডার লাল্লাওয়ামা একটি সুন্দর পাস দেন গ্রেগ স্টুয়ার্ট কে, এবং সেই বলটি কে বুদ্ধিদীপ্ত ভাবে হায়দ্রাবাদের গোলপোস্টের জালে জড়িয়ে দেন। সারা ম্যাচে একটিমাত্র ভুলে হয় হায়দরাবাদ এফসি ডিফেন্ডারদের, তার কিছু ক্ষণের মধ্যেই শেষ হয় প্রথমার্ধ।

         দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে হায়দ্রাবাদের কোচ মনালো মার্কেজ একটি পরিবর্তন করেন অনিকেত যাদবের বদলে রোহিত দানু কে নিয়ে আসেন, এবং তার পরক্ষনেই ৫৪ মিনিটে জাও ভিক্টর এর পাসে ওগবেচে তার দলকে সমতায় ফিরিয়ে আনেন। তারপর দুই দলই অনেকগুলি পরিবর্তন করেছিলেন কিন্তু কোন পরিবর্তনই আর তাদেরকে গোলের মুখ দেখাতে পারেনি, তাই আজকের ম্যাচ টি ১-১ ই সমাপ্ত হয়েছ। 


           আজকের ম্যাচে দুই দলের কোচরা তাদের গত ম্যাচ গুলি থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুল ত্রুটি গুলি কে শুধরে নিয়ে অত্যন্ত ভাল ভাবে নিজেদের দলকে মেলে ধরেছিলেন।

Journalist Name : Tomojoy Shrimany

Related News