"প্রতিদিনের হাতের যত্ন"

banner

#Pravati Sangbad Digital Desk:

১) রাতে সোয়ার আগে দুধের স্বরে অল্প লেবুর রস ও গ্লিসারিন মিশিয়ে হাতে মাখতে হবে।
২) অল্প গ্লিসারিন গোলাপ জল বা সসার রসে মিশিয়ে হাতে মাখলে হাত পরিষ্কার হয়।
৩) গরম আলু সেদ্ধর খোসা দিয়ে হাত ঘষলে হাত পরিষ্কার ও নরম হয়।
৪) হাতের ত্বক খসখসে হলে লেবুর রসে এক চামচ চিনি অথবা মধু মিশিয়ে হাতে ঘষে গরম জলে হাত ধুতে হবে।
৫) সপ্তাহে একবার অলিভ অয়েল গরম করে হাতে মাখলে হাত নরম হয়।
৬) যাদের নখ খুব ভেঙে যায় তারা প্রতিদিন ২ চামচ জিলেটিন ফলের রস খেলে নখ ভাঙার হাত থেকে মুক্তি পাবে।
৭) যাদের নখ খুব ভেঙে যায় তারা লেবুর রসে নখ ডুবিয়ে রাখলে নখ সক্ত হয়।



Journalist Name : Sumu Sarkar

Related News