মসান- একটা ফিল্ম যা আপনাকে ভাবাবে, হাসাবে, কাঁদাবে , জীবনের বিতৃষ্ণ রূপ দেখাবে আবার জীবনকে ভালোবাসতেও শেখাবে !

banner

#Pravati Sangbad Digital Desk:

২০১৫ সালের  মুভি 'মসান'  সিনেফাইলদের কাছে খুব পরিচিত হলেও জনসাধারণের কাছে আজও সেরকম জনপ্রিয় নয়, যতটা তার হ‌ওয়া উচিৎ। অথচ প্রত্যেকটা সিনেমা প্রেমী কে একবার হলেও দেখা উচিৎ এই মুভি। ফিল্মটি আদতেই দু'টি গল্পের মিশ্রণ। একদিকে এক ব্রাক্ষ্মণ পরিবারের মেয়ে আর তার বাবার গল্প আর একদিকে এক নিম্ন বর্ণের ছেলে আর এক উচ্চ বর্ণের মেয়ের মধ্যে অসম প্রেমের কথাই সমান্তরাল ভাবে এখানে বলা হয়েছে। 
গল্পটি মানুষের আবেগ অনুভূতি, ছোটো ছোটো চাওয়া পাওয়া, সফলতা - ব্যর্থতা আবার ঘুরে দাঁড়ানো কে কাব্যিক ভাবে ফুটিয়ে তুলেছে দর্শকদের সামনে। ফিল্মের পরিচালক, নিরাজ বলেছেন বারাণসী কে নিয়ে তৈরি এ - ফিল্ম আসলেই বাস্তব জীবনের ই একটা প্রতিফলন। ফিল্মের চরিত্ররা যথা শালু, দীপক, দেবী প্রত্যেকেই বাস্তবতার অতল থেকে উঠে এসেছে বলে মনে হবে আপনার ও।‌ তবে এক্ষেত্রে লেখক বরুণ গ্রোভারের‌ও যথেষ্ট অবদান বর্তমান। তাঁর লেখনী গল্পটিকে অন্য মাত্রা দিয়েছে। সঞ্জয় মিশ্রা, ভিকি কৌশল, শোয়েতা ত্রিপাঠী, রিচা চড্ডা, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ' মসান ' সব দিক দিয়েই একটি মাস্টারপিস! এমনি সময় কাজের জন্য মুভি দেখা হয় না যাদের তারা একবার দেখে নিতেই পারেন এই জাতীয় পুরস্কার জয়ী মুভিটি। কথা দিচ্ছি আফশোস করবেন না। 

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Related News