Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

বিনামূল্যে স্টেশনে অপেক্ষা করার দিন শেষ, গুনতে হবে প্রতি ঘণ্টার ভাড়া

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

স্টেশনের প্রতীক্ষালয়ে বিনা পয়সায় সময় কাটানোর দিন শেষ। এবার থেকে দিতে হবে টাকা। সম্প্রতি রেল সূত্রে খবর, এত দিন শীততাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগত না কোনো রকম টাকা। কিন্তু এবার থেকে লাগবে ৩০ টাকা। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি এই নিয়ম চালু হবে দেশের সমস্ত রেল স্টেশনে। অন্যদিকে কিছু বছর আগেই স্টেশনের শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুমের ভাড়া প্রতি ঘণ্টায় ১০ টাকা করেছিল রেল। কিন্তু এবার থেকে তা বাড়িয়ে প্রতি ঘণ্টায় ৫০ টাকা করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ট্রেন বিলম্বিত হলেও গুনতে হবে টাকা। রেল আধিকারিকদের মতে, ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে এগোচ্ছে ভারতীয় রেল। সেক্ষেত্রে যাত্রী সুরক্ষা এবং যাত্রীদের প্রতীক্ষালয়ের ভার যাবে নির্দিষ্ট বেসরকারি সংস্থার হাতে। যার ফলে যাত্রীদের সমস্ত রকম দায়িত্ব থেকে মুক্তি পাবে রেল। তারা আরও বলছেন, এর জন্য স্বাভাবিক ভাবেই যাত্রীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হবে। কিন্তু তাতেও নতুন পথেই হাঁটবে রেল। যার জেরে বাড়বে রেলের আয় অন্যদিকে বাঁচবে খরচ। হাওড়া স্টেশনে মতো দেশের বড় স্টেশনগুলোতে সারাদিনে বহু মানুষ ট্রেন ধরতে আসেন, অনেকে ওয়েটিং রুমেও অপেক্ষা করেন। এই নতুন আইন অনুযায়ী বাড়বে রেলের আয়। তবে ঠিক কবে থেকে এই নতুন আইন চালু হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি রেলের তরফ থেকে। নতুন আইন চালু হওয়ার পরেই সাধারণ ওয়েটিং রুমের ভাড়া প্রতি ঘণ্টায় দিতে হবে ৩০ টাকা। এর ফলে স্টেশনে যাত্রী চাপ নিয়ন্ত্রণ করা যাবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News