পুজোর আগে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা? প্রশ্ন সরকারি কর্মীদের

banner

#Pravati Sangbad Digital Desk:

আগামী ১লা অক্টোবর থেকেই রাজ্যে দুর্গাপুজো। আর দুর্গাপুজো নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা বরাবরই। তবে বর্তমান পরিস্থিতিতে বাজার মূল্য একটু হলেও রাশ টেনেছে উন্মাদনায়। সেই সাথে রাজ্যের কর্মীদের বর্তমান অবস্থা তথৈবচ। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ৩১ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়েছে। তবে আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার হতে পরে রায় দান। তবে আদালতের রায় যে সরকারি কর্মীদের পক্ষেই যাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই কর্মীদের মনে। তবে প্রশ্ন একটাই, পুজোর আগেই কি আদৌ মিলবে বকেয়া মহার্ঘ ভাতা? সরকারি কর্মীদের আইনজীবীরা বলছেন, সেই আশা বৃথা। কারণ গত মে মাসেই মহামান্য আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছিল তিন মাসে মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা কর্মীদের দিয়ে দেওয়ার। কিন্তু তাতে বিন্দু মাত্র হেলদোল নেই রাজ্যের। গত আগস্ট মাসে শেষ দিকেই পেরিয়ে গিয়েছে তিন মাসের সময়সীমা। রাজ্যের নামে আদালত অবমাননার অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে রাজ্যের তরফ থেকে আদালতের মহার্ঘ ভাতা মামলার রায় পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা হয়েছে, সেই সাথে বলা হয়েছে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া নেই। মিটিয়ে দেওয়া হয়েছে মহার্ঘ ভাতা। শোনা যাচ্ছে, উচ্চ আদালতে হাজির হতে পারে রাজ্য, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ মিলবে না বলে আশাবাদী আইনজীবীদের একাংশ। কারণ কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, মহার্ঘ ভাতা কর্মীদের ন্যায্য পাওনা, তার থেকে কর্মীদের বঞ্চিত করে যায় না।


Journalist Name : Sabyasachi Chatterjee

Related News