কালীপুজোয় নিষিদ্ধ বাজি রুখতে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের, রাজ্যজুড়ে অভিযান চালাবে দুই কেন্দ্রীয় সংস্থা

banner

#Pravati Sangbad Digital Desk:

ব্যবহার করা যাবে কেবল সবুজ বাজি‌ই। নিষিদ্ধ বাজির ব্যবহার রুখতে পুলিশকে সাহায্য করবে দুই কেন্দ্রীয় সংস্থা। মঙ্গলবার নিষিদ্ধ বাজি সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই রায় কলকাতা হাইকোর্টের। আর নয় নিষিদ্ধ বাজির ব্যবহার। প্রতি বছর সবুজ বাজি ব্যবহারের অনুরোধ জানালে‌ও, সেই অনুরোধের মান্যতা দেয় না কেউ‌ই। অবাধে চলে নিষিদ্ধ বাজির বেচাকেনা। তাই চলতি বছরে আর অনুরোধ নয়, একেবারে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। সূত্রের খবর, কালী পুজোয় নিষিদ্ধ বাজির ব্যবহার নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। তার‌ই শুনানি হয় গত মঙ্গলবার। আর সেই শুনানিতে‌ই পুলিশকে কড়া হাতে হাল ধরতে নির্দেশ দিল বিচারপতি জয়মাল্য বাগচী'র ডিভিশন বেঞ্চ। কলকাতার বাজারে যাতে কেবল পরিবেশবান্ধব সবুজ বাজি বিক্রি হয় সেদিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয় কলকাতা পুলিশকে। পাশাপাশি ওই মামলার শুনানিতে বলা হয় নিষিদ্ধ বাজির বেচাকেনা রুখতে রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে হবে পুলিশকে।

সেই কাজে পুলিশকে সাহায্য করবে দুই কেন্দ্রীয় সংস্থা। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (নিরি) এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অরগানাইজেশন (পেসো) এর আধিকারিকরা তদারকি করবেন সম্পূর্ণ বিষয়টি। আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কিনা সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুলিশ কমিশনার কে। পূজোর ছুটির পরে আদালত খোলার এক সপ্তাহের মধ্যেই জমা দিতে হবে ওই রিপোর্ট, এমনটাই নির্দেশ হাইকোর্টের। মঙ্গলবার এর এই শুনানির পরেই রাজ্য জুড়ে চলতে থাকে পুলিশি অভিযান। বাজেয়াপ্ত করা হয় থরে থরে সাজানো নিষিদ্ধ বাজি। কোথাও আবার আটক করা হয় ব্যবসায়ীদের। কিন্তু রাজ্যের ছবিটা ঠিক একই রকম। সচেতনতার অভাব ক্রেতা ব্যবসায়ী উভয় পক্ষের‌ই। তবে আদালতের এই নির্দেশ ঠিক কতটা কার্যকরী হবে সেবিষয়ে‌ই উঠছে প্রশ্ন চিহ্ন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Related News