Flash news
    No Flash News Today..!!
Thursday, May 16, 2024

অনলাইন পদ্ধতিতেই নিতে হবে পরীক্ষা, বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ বিকাশ ভবনের

banner

#Kolkata:

প্রায় দু বছর ধরে অনলাইনে ক্লাস হয়েছে পড়ুয়াদের। স্কুল ও কলেজ খুলেছে সদ্য। তবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অনলাইন পদ্ধতিকেই বেছে নিচ্ছে শিক্ষা দফতর। বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, চলতি সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। রাজ্যের সব কলেজ, বিশ্ব বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে।

যেহেতু, এই সেমেস্টারের বেশির ভাগ ক্লাসই অনলাইনে হয়েছে, তাই পরীক্ষাও নেওয়া হবে অনলাইনে। এমনটাই জানানো হয়েছে বিকাশ ভবনের তরফে। তবে, কলকাতা বিশ্ববিদ্যালয় আগেই অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটু অন্যরকম ভাবছে যাদবপুর, যাদের অফলাইনে সেমিস্টার শুরু হয়েছে তাদের পরীক্ষা অফলাইনে নিতে চাইছে যাদবপুর।


রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে খুলেছে রাজ্যের স্কুল ও কলেজ। তবে, কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দুই বিশ্ববিদ্যালয়েই আপাতত নতুন পড়ুয়াদের জন্য দরজা খোলেনি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রথম সেমিস্টারের ক্লাস অফলাইনে হবে না। আপাতত অনলাইনেই পঠন-পাঠন চলবে তাদের। ১৬ নভেম্বর থেকেই অফলাইন পঠন পাঠন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে। তৃতীয় সেমিস্টারের পড়ুয়ারা ক্যাম্পাসে এসে ক্লাস করছে। বড় বিভাগ অর্থাৎ যে বিভাগে পড়ুয়া সংখ্যায় বেশি সে ক্ষেত্রে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস চলছে। আর যাদের পড়ুয়া সংখ্য়া কম, তাদের প্রত্যেককেই কলেজে আসতে হচ্ছে। জমায়েত এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাকটিক্যাল ক্লাস সব চলছে অফলাইনে।


উল্লেখ্য, বুধবারই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট। করোনা অতিমারির সময়কালে পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এই সময় ডিজিটালকে জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের তৃতীয় ও পঞ্চম সেমেস্টারের পরীক্ষা। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রথম সেমেস্টারের পরীক্ষা।

গত ১৬ নভেম্বর থেকে খুলেছে রাজ্যের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। সব রকমের Covid-19 গাইডলাইন মেনেই শিক্ষা প্রতিষ্ঠানে আসার অনুমতি প্রদান করা হয়েছে পড়ুয়াদের।

করোনা অতিমারির সময়কালে অনলাইনেই পরীক্ষার ব্যবস্থা করে রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়। কিন্তু, গত ১৬ নভেম্বর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার পর, পরীক্ষা অনলাইনে হবে নাকি নাকি অফালাইনে, এই নিয়ে শুরু হয় বিস্তর জল্পনা। অবশেষে উচ্চশিক্ষা দফতরের এই নির্দেশিকায় সব জল্পনার অবসান হল বলেই মনে করা হচ্ছে।

Journalist Name : Sangita Rana

Related News