Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

আবারও লম্বা ছুটি সরকারি কর্মীদের, জারি বিজ্ঞপ্তি

banner

#Pravati Sangbad Digital Desk:

কেটে গিয়েছে বাঙালির বড় উৎসব দুর্গা পুজো, ইতিমধ্যেই পেরিয়েছে লক্ষ্মী পুজোও। কিন্তু আবারও একবার লম্বা ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। সরকারি সূত্রে খবর, আগামী ২২শে অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত টানা ছুটি দেবে রাজ্য। তবে তার মধ্যে মাত্র একদিন হাজিরা দিতে হবে সরকারি দফতরে। আগামী সোমবার ২৪শে অক্টোবর রাজ্য জুড়ে শক্তির আরাধনা অর্থাৎ শ্যামা পুজো। সেই দিন সরকারি হিসাবে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। অন্যদিকে ২২শে অক্টোবর এবং ২৩শে অক্টোবর পড়েছে সপ্তাহের শেষে অর্থাৎ শনি এবং রবিবার যা সরকারি  হিসাবে ছুটির দিন। পাশাপাশি কালী পুজো আর ভাইফোঁটা মিলিয়ে ছুটি থাকছে ২৬শে অক্টোবর পর্যন্ত। তবে ছুটি থাকছে না ২৭ এবং ২৮শে অক্টোবর।

 অন্যদিকে এ বছরের ছট পুজো পড়েছে রবিবার ৩০শে অক্টোবর, যদিও মার খায়নি সরকারি ছুটি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ৩১শে অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে রাজ্যের সরকারি কর্মীদের। প্রসঙ্গত, এই বাংলার দুর্গা পুজো ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে। সে কারণে চলতি বছর দুর্গা পুজো নিয়ে বাড়তি উন্মাদনা ছিল রাজ্যবাসীর। সেক্ষত্রেও লম্বা ছুটি পেয়েছেন রাজ্যের কর্মীরা। এ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছারেনি রাজ্যের বিরোধী পক্ষ। তাঁদের মতে, “বর্তমান রাজ্য সরকার মেলা খেলা করেই দিন কাটিয়ে দিল। কর্মীদের ন্যায্য পাওনা দেয় না”। উল্লেখ্য, রাজ্যের কর্মীদের বকেয়া রয়েছে মহার্ঘ ভাতা। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে, পুজোর  আগে শুনানি হলেও রায় দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহেই আবারও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে বলে জানতে পারা গিয়েছে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News