জোনাকি --- একটা ফিল্ম যা আপনাকে ভাবাবে, বারংবার!

banner

#Pravati Sangbad Digital Desk:

আদিত্য বিক্রম সেনগুপ্তের প্রথম ফিল্ম যারা দেখেননি আগে তাদের সেটি দেখা উচিত ----- 'আসা যাওয়ার মাঝে ' । ২০১৪ সালে রিলিজ করা মুভি। ফিল্ম টি ব্ল্যাক এন্ড ওয়াইট আর নির্বাক চলচ্চিত্র, অথচ এত অসাধারণ সিনেমাটোগ্রাফি, গল্প বলা র ধরন দর্শককে শেষ পর্যন্ত নিজের সঙ্গে ধরে রাখবে । এক্ষেত্রে বলা বাহুল্য , ঋত্বিক চক্রবর্তী আর বাসবদত্তা র অভিনয় অন্যতম বড়ো একটি ফ্যাক্টর থেকেছিল। ফিল্ম টি সে বছর জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়। সেই পরিচালকের ই পরবর্তী ফিল্ম হল 'জোনাকি' ( ২০১৮)



ফিল্মে অভিনয় করেছেন জিম সর্ভ , ললিতা চ্যাটার্জি, রত্নাবলি ভট্টাচার্য, সুমন্ত চট্টোপাধ্যায় ও আর‌ও অনেকে। প্রথম ফিল্মের মতোই , এই ফিল্ম ও সিনেমাটোগ্রাফির দিক দিয়ে অসাধারণ। এ ছবিতে ও কথার ব্যবহার কম, অনুভূতি র প্রাধান্য বেশি। ছবিতে প্রথম দৃশ্যে দেখানো হবে একজন মহিলা ( ললিতা র চরিত্র ) তাঁর জীবনের শেষে এসে হসপিটালের বেডে শুয়ে আছেন। একে একে তাঁর মনে পড়ে যাচ্ছে জীবনের নানা ঘটনা। পরিচালক আপনাকে চমকে দিয়ে প্রধান চরিত্রকে বৃদ্ধা হিসেবে ই রেখে দেন , অথচ তাঁর অতীতের সমস্ত চরিত্র কে রেখেছেন অটুট। তাঁর মা, বাবা, খ্রিস্টান প্রেমিক, সবাই ভেসে আসে মানসপটে একে একে। প্রেম, বিচ্ছেদ, বাবার মৃত্যু, মা র স্নান করিয়ে দেওয়া সব ভেসে আসে। এসব শেষে আবার সেই হসপিটালের সিনে ফিরে আসা হয়। সেখানে একজন ভদ্রলোক এসেছেন একটা ঝুড়ি নিয়ে। ফিল্মে আছে অনেক প্রতীক , অনেক না বলা কথা --- যেগুলো পরিচালক বুঝিয়ে দেননি দর্শককে। কারণ আদিত্য বিক্রম সেনগুপ্ত মনে করেন , তাঁর কাজ গল্প বলা, কিন্তু সেটাকে কে কীভাবে নেবে সেটা সম্পূর্ণ ভাবে দর্শকের উপর। না দেখে থাকলে দেখে নিতেই পারেন একবার জোনাকি!

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Journalist Name : Dipendu Majhi

Related News