ফের শুরু হতে চলেছে পেনশন স্কিমের সুবিধা

banner

#Pravati Sangbad Digital Desk:

বন্ধ হয়ে গেছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পেনশনের ব্যবস্থা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে পুনরায় সেই ব্যবস্থা। ২০০৩ সালের ৩১শে ডিসেম্বরের আগে যেসব কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং যেসব কর্মীরা নিয়োজিত হয়েছিলেন সেসব কর্মীরা পাবে এ সুবিধা। কারণ ২০০৪ এর পয়লা জানুয়ারি থেকে পুনরায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন পেনশন স্কিম লাগু হয়। কেন্দ্রীয় মন্ত্রী সংসদ এর কথা অনুযায়ী সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পরে কেন্দ্রীয় সরকার বিষয়টি আইন মন্ত্রকের কাছে পাঠাবেন। কেন্দ্রীয় সরকারের কাছেও বিষয়টি এখনো পর্যন্ত বিবেচনাধীন। আইনমন্ত্রকের মতামত অনুযায়ী সিদ্ধান্ত জানানো হবে। কর্মী জন্ অভিযোগ পেনশন দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, "আইনমন্ত্রী ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরে ফলাফল বলা হবে কেন্দ্রের তরফ থেকে"। বিষয়টি সংসদে যখন উঠেছিল তখন কেন্দ্রীয় মন্ত্রীর সামনে প্রশ্ন রাখা হয়েছিল আর্থিক পরিষেবা এবং পেনশন বিভাগ এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী। তবে 2004 সালের আগে আর্থিক পরিষেবা বিভাগ ,পেনশন বিভাগ,  পেনশনেরস ওয়েলফেয়ার বিভাগ যেসব কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এবং এতে লাভ পাবে এক বিরাট অংশের কেন্দ্রীয় সরকারি কর্মীরা।


২০০৩ সালের ৩১সে ডিসেম্বর এর আগে যাদের নিয়োজিত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাদের পুরনো স্কিম এই অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। অনেক রাজ্য সরকারি ও কেন্দ্রীয় সরকারের মতনই নতুন পেনশন স্কিম চালু করেছে। তবে সরকারি কর্মীরা পুরনো স্কিমই চায় তাই জন্য রাজ্যের বিভিন্ন স্তরে আন্দোলন করে সরকারি কর্মীরা। তাদের অভিযোগ অনুযায়ী পুরনো স্কিমে সুবিধা অনেক বেশি পাওয়া যাবে নতুন এর তুলনায়। পুরনো পেনশন স্কিম কোন অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যু হলে তার উপর নির্ভরশীল যে কাউকে সেই কর্মীর প্রদত্ত পেনশনের ৫০% পাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু আগের পেনশন স্কিম এ সেই কর্মীর পরিবার ৫০ শতাংশ পেনশন পেতেন না। তাই আখেরে লাভ হবে কর্মীদেরই এমনটাই বক্তব্য কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানান কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীরা পুরনো পেনশন স্কিম এর সুবিধা পাবেন না। কেন্দ্রীয় সিভিল সার্ভিসের পেনশন বিধি ১৯৭২ অনুযায়ী আধাসামরিক বাহিনী জওয়ানরা আগের মতই পেনশন ও অন্য সুবিধা পাচ্ছে।

Journalist Name : Sagarika Chakraborty

Related News