আগ্রাসনে রাশিয়া ইউক্রেন

banner

#Pravati Sangbad Digital Desk:

মঙ্গলবার যুক্তরাজ্যের জ্যেষ্ঠ একজন মন্ত্রী বলেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। সোমবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী–নিয়ন্ত্রিত দোনবাসের দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ গণমাধ্যমে বলেন, রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে ইথিওপিয়ার প্রায় সাড়ে আট লক্ষের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। যদিও মায়ানমারে এই সংখ্যা টা ৫ লক্ষের মধ্যেই থেমেছে তবে সেখান থেকে বাংলাদেশে পালিয়ে ১০ লক্ষ রোহিঙ্গা মুসলিম আশ্রয় নিয়েছে। রাশিয়া-ইউক্রেন সংকট তীব্রতর হওয়ার পর থেকে যুক্তরাজ্য বলছে, রাশিয়ার ওপর তারা নিষেধাজ্ঞা আরোপ করবে।

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News