মহার্ঘ ভাতা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য সরকার

banner

#Pravati Sangbad Digital Deskb :

রাজ্যের ডিএ মামলায় শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য সরকার। গতকাল রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। ফলে আরও বেশ খানিকটা পিছিয়ে গেলো রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পাওয়ার বিষয়। গতকাল আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে সেই মামলার কপি পাঠানো হয়েছে রাজ্যের সরকারি কর্মী সংগঠনগুলিকে। আগামী সোমবার মামলার শুনানি হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, গতকাল কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফ থেকে হলফনামা দেওয়ার কথা ছিল, সেই মতো প্রস্তুতি নিচ্ছিল সরকার। গত সোমবার নবান্নেও গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন অর্থ মন্ত্রী অমিত মিত্র। কিন্তু তারপরেই উল্টো পুরাণ। যদিও শীর্ষ আদালতে রাজ্য সরকার যে মামলা করতে পারে সেই আশঙ্কা আগেই করেছিল রাজ্যের সরকারি কর্মী সংগঠনগুলি, সেই অনুযায়ী আগেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট ফাইল দাখিল করেছে রাজ্যের সরকারি কর্মী সংগঠন। ফলে রাজ্যের বক্তব্য শোনার পাশাপাশি কর্মীদের কোথাও শুনবে শীর্ষ আদালত। রাজ্যের কর্মীদের এই দাবি আজকের নয়, বহুদিন ধরেই রাজ্যের কর্মীদের ন্যায্য মহার্ঘ ভাতা দেয়নি সরকার। সেই ইস্যুতে ২০১৭ সালে স্যাটে মামলা করেছিল রাজ্যের সরকারি কর্মী সংগঠন, সেখানে জয়ের পরে সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলো। কিন্তু সেখানেও কর্মীদের পক্ষে রায় দেয় আদালতের সিঙ্গেল বেঞ্চ। পরে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। কিন্তু সেখানেও ধাক্কা খায় রাজ্য সরকার। কর্মীদের মধ্যে আশা জেগেছিল একটু হলেও, কিন্তু আবারও শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। এখন দেখার বিষয় আগামী সোমবার শীর্ষ আদালতের রায় কার পক্ষে যায়। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News