Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

দক্ষতা ই মূল্ ভীত

banner

#Pravati Sangbad Digital Desk:

ওজন নয়, বরং দক্ষতাই হলো মূল। বর্তমানে বলিউডে এই ধারণা নিয়ে কাজ শুরু করেছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। কাজ করতে হলে লাগবে জিরো ফিগার, সুন্দর চেহারা এসব কথা রীতিমতো ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছেন এখন বলিউডের তারকারা।যেখানে সারা আলি খান, আলিয়া ভাট এর মত অভিনেত্রীরি নিজেদের মেদবহুল চেহারায় আমুল পরিবর্তন করে নিয়েছেন এবং যাকে বলে ক্যামেরা পারফেক্ট চেহারা তা বানিয়ে নিয়েছেন। সেখানেই অপরদিকে এসব কথা তোয়াক্কা ই করছেন না বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা ও হুমা কোরেশি এর মত নায়িকারা। যারা কিনা নিজেদের চেহারা নিয়ে একটু বিব্রত হচ্ছেন না ।রিয়েল লাইফে তো সবাই সাইজ জিরো হয় না কিছু অতিকায় চেহারার লোকও থাকে। তাদের মধ্যে ও অনেক কিছু বিশেষ গুন থাকে এবং এমন অনেক কাজে করতে পারে যা লাগতে পারে অবিশ্বাস্য। চেহারার জন্য খোটা শোনা মেয়েদের তারা রোল মডেল হয়ে উঠেছেন। গতকাল ই হুমা কোরেশি ও সোনাক্ষী সিনহা অভিনীত ডাবল 'এক্স এল 'সিনেমাটি মুক্তি পেয়েছ মূল্ দুই অভিনেত্রী দুই অতিকায় চেহারার মেয়ের ভূমিকা পালন করেছেন এবং তাদের জীবনের বিভিন্ন প্রতিকূলতা ও তা পেরিয়ে জয়ের উচ্ছ্বাসকে প্রকাশ করেছে সিনেমাটিতে ।প্রথম দিনের ধীরগতিতে বক্স অফিস কালেকশন শুরু হয়ে গেছে সিনেমাটির। কিছু বছর আগে 'সাইজ জিরো' সিনেমা নিয়ে বড় পর্দায় আবির্ভূত হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টি সেখানে তিনি এমনি এক ভূমিকা পালন করেছিলেন ।'ডাবল এক্স এল' ছবি নিয়ে এক সাংবাদিক বৈঠকে অভিনেত্রী হুমা কোরেশি জানান ,"জিরো ফিগার এর হিসেব ধরা হয় ইউএস এর সাইজ চার্ট অনুযায়ী ।এই মাপ অনুযায়ী একজন সাধারন পোশাক পরা মহিলার পোশাক সহ কোমরের মাপ হতে হবে ২৩ ইঞ্চি। যা অন্যান্য দেশের মাপের তুলনায় অনেকটাই কম। "২০০৮ সালে কারিনা কাপুর ওজন কমিয়ে তার 'তাশান' নামক সিনেমাটিতে সাইজ জিরোতে নামেন। এরপর থেকেই ভারতে এটি জনপ্রিয়তা লাভ করে। শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রেই নয়, ভারতীয় মডেলদেরও ক্ষেত্রে এই মাপকে দীর্ঘদিন ধরে মানদন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে । এই সব ধারণাকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে বিভিন্ন সিনেমা নিয়ে আসছেন সোনাক্ষী সিনহা, বিদ্যা বালানের মতো অভিনেত্রীরা। তাদের মতে, চেহারা নয় বরং প্রতিভা ও দক্ষতা এবং অনুশীলন ই বিচারের মূল মাপকাঠি।।

Journalist Name : Srimita Sasmal

Tags:

Related News