Flash News
    No Flash News Today..!!
Wednesday, December 17, 2025

সরকারকে ' দেউলিয়া ' বলে কটাক্ষ শুভেন্দুর !

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

পাপড়ি চক্রবর্তী : বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেন্দু অধিকারী লেখেন , " দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে রোজগার বৃদ্ধি করতে নতুন পন্থা অবলম্বন করছে। ট্রাফিক পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে জরিমানা কয়েকগুন বৃদ্ধি করে আয় বাড়াতে। ট্রাফিক আইন অমান্য করলে, অবশ্যই সেই ব্যক্তির জরিমানা অথবা যোগ্য শাস্তি হওয়া উচিত, কিন্তু শাস্তির মাত্রা সামঞ্জস্য বজায় রেখে হবে তেমনটাই ন্যায্য। হেলমেট না পরা নিশ্চই সমর্থনযোগ্য নয়, কিন্তু এই অপরাধে ৬০০০ টাকা ফাইন কি মাত্রাতিরিক্ত নয়?"। শুধু তাই নয় , নাম গোপন রেখে হেলমেট না পরা এক বাইক আরোহীর জরিমানার কাগজও দেখান সোশ্যাল মিডিয়ায়।


তিনি আরো বলেন, "ট্রাফিক পুলিশ বিভাগের বোঝা উচিত এই ভাবে উপার্জন বাড়ানোর চেষ্টা করে সরকারের দেউলিয়াপনা মেটানো কোনও ভাবেই সম্ভব হবে না। সাধারণ মানুষের ওপর বোঝা চাপালে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তার ফল কিন্তু তাদেরকেই ভোগ করতে হবে"। কেন্দ্রীয় প্রকল্পের কাজের বরাদ্দ টাকা নষ্ট করা ও আরো নানান কারণে বারবার একের পর এক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। এবার হেলমেট সংক্রান্ত ট্রাফিক জরিমানা নিয়ে রাজ্য সরকারকে দেউলিয়া হিসাবে আক্রমণ করে শুভেন্দু অধিকারী।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News