Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

বন্ধ আর্থিক অনুদান, রাজ্যে বন্ধের মুখে এনসিসি

banner

#Pravati Sangbad Digital Desk:

বাংলায় বঞ্চিত ন্যাশানাল ক্যাডেট কর্পস (এনসিসি)। সরকারি তথ্য অনুযায়ী রাজ্য সরকার এনসিসি খাতে প্রতি বছর পাঁচ কোটি টাকা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু চলতি বছরের শুরুর দিকে মিলেছে মাত্র ৮০ লক্ষ টাকা। ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে এনসিসি ক্যাডেটদের। রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে একাধিকবার জানানো হয়েছে সে কথা, কিন্তু তাতেও সুরাহা হয়নি। তাই এবার নালিশ জানানো হল এনসিসি ডিজির কাছে। সূত্রের খবর, রাজ্য এনসিসির দায়িত্বে থাকা কম্যান্ডিং অফিসার এনসিসি ডিজিকে এ কথা জানিয়ে একটি চিঠি লিখেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, “ছয় বার জানানো সত্ত্বেও রাজ্যের তরফ থেকে কোন সাহায্য মেলেনি। এই ভাবে চলতে থাকলে বাংলায় এনসিসি বন্ধ হয়ে যাবে”। শুধু তাই নয়, চিঠিতে আরও জানানো হয়েছে, নতুন করে আর ক্যাডেট নিয়োগ করা সম্ভব নয়।

 উল্লেখ্য, দেশের যুব সমাজের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলার কারণেই শুরু হয়েছিল এনসিসি-র। যা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মিলিত প্রয়াসে চলে। এনসিসি থেকে ভারতীয় সেনার জন্য জাওনার এবং অফিসারও নেওয়া হয়। কিন্তু এই ভাবে আর্থিক সংকট চলতে থাকলে বাংলা থেকে পাত্তারি গোটাতে বাধ্য হবে এনসিসি। চলতি বছর অন্যান্য বছরের তুলনায় রাজ্যে এনসিসি ক্যাম্প হয়েছে অনেকটাই কম, তার কারণ আর্থিক সংকট। অন্যদিকে রাজ্যের তরফ থেকে সাফ  জানিয়ে দেওয়া হয়েছে,”এই মুহূর্তে রাজ্যের তহবিলে কোন টাকা নেই। তাই তারা আর্থিক সাহায্য করতে পারবেন না”। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News