Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

অখিল গিরির শাস্তি চাই

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk :

অখিলের মন্তব্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ক্ষমা চাইলেন না অখিল গিরি। অখিলের মন্তব্যে আমি ক্ষমাপ্রার্থী এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি মন্তব্য করেছিল অখিল? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা? অশ্লীল অঙ্গভঙ্গি অখিলের। তাকে নাকি দাঁড় কাকের মত দেখতে। এমনটা বলা ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অখিলকে সতর্ক করা হয়েছে এবং তার অপরাধের জন্য তিনি নিজে ক্ষমা চেয়েছেন। কিন্তু মানেননি বিজেপি সদস্যরা, তাদের দাবি অখিলের শাস্তি চাই তাকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে এবং তার গ্রেফতার ও আমরা কামনা করি। কারণ রাষ্ট্রপতি সম্পর্কে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। স্থানীয় অনেক বিজেপি সদস্য জানিয়েছেন দীর্ঘ ৭৫ বছরে প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সম্বন্ধে এমন বক্তব্য একদমই গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি ঝাড়খণ্ডের রাষ্ট্রপতি ছিলেন এবং আমি ব্যক্তিগত ভাবে তাকে খুবই পছন্দ করি। তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি,তবে আমি ক্ষমা চাইছি। কিন্তু তাতে কি মেনে নেবে বিজেপি কর্মীরা? তাদের বক্তব্য অখিলের ক্ষমা চাওয়া উচিত তা না করে মুখ্যমন্ত্রী নিজেই ক্ষমা চাইলেন অখিলের হয়ে, কি কিন্তু আমরা অখিলের শাস্তি চাই। গলায় রাষ্ট্রপতির ছবি নিয়ে বিজেপি সদস্যরা হাঁটলেন বিধানসভা থেকে রাজভবনে। অখিল গিরির রাষ্ট্রপতিকে অরুচিকর মন্তব্য। এটা আমরা মেনে নিতে পারবো না, আমরা অখিল গিরির শাস্তি চাই এই নিয়ে গান গেয়ে হেটে গেলেন রাজভবনে এবং এই অভিযোগে শামিল হলেন বিজেপি সদস্যরা।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News