কেন্দ্রীয় সরকারি অফিসে যৌন হেনস্থার দ্রুত মীমাংসার নির্দেশ

banner

# Pravati Sangbad Digital Desk:

আজকাল প্রতিদিন যৌন হেনস্থার ঘটনা কারোরই অজানা নয়। ঘরে-বাইরে মহিলাদের উপর হেনস্থার ঘটনা নিত্যদিনের। সেই তালিকা থেকে বাদ যায়না কেউই । অফিস হোক বা রাস্তা, যেকোনো জায়গায় মহিলাদের উপর হওয়া অত্যাচার খবরের কাগজে প্রায়ই দেখা যায়। তবে এবার কেন্দ্রীয় সরকারি মন্ত্রকে কর্মরত মহিলা কর্মীদের যৌন হেনস্থার অভিযোগে নজর দিল সরকারের শীর্ষ স্তর। কেন্দ্রীয় সরকারি অফিসে কাজ করতে আসা সহকর্মীদের দ্বারা মহিলা কর্মীদের উপর যৌন হেনস্থার অভিযোগের মীমাংসা করতে হবে দ্রুত। কেন্দ্রীয় সরকারের থেকে আসা এই নির্দেশের পর উদ্যোগী হয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। পশ্চিমবঙ্গ ক্যাডারের ইন্দিবর পান্ডে নির্দেশ দেন, যৌন হেনস্থার অভিযোগ গুলির মীমাংসা ৯ই ডিসেম্বরের মধ্যে করতে হবে। সাংসদ অধিবেশনে কেন্দ্রীয় সরকার জানিয়েছিলেন, গত বছর বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক মিলিয়ে মোট ৩৯১ টি যৌন হেনস্থার অভিযোগে দায়ের হয়েছে। গত দেড় বছরে এই অভিযোগের সংখ্যা বেড়েছে, কমেনি। কেন্দ্রীয় সরকারে কর্মরত মহিলা কর্মীদের উপর হাওয়া এই যৌন হেনস্থার মীমাংসার জন্য অধীর তাঁরা। ইন্দিবর পান্ডের নির্দেশ অনুযায়ী, খুঁজে বার করা হচ্ছে অভিযোগের পুরনো ফাইলগুলি। ইন্দিবর পান্ডে জানিয়েছেন, সব অভিযোগের নিষ্পত্তির জন্য প্রয়োজনে নোডাল অফিসার নিয়োগ করতে পারেন মন্ত্রক। ইন্দিবর পান্ডে আরও বলেন, " সকারি বা বেসরকারি - যে প্রতিষ্ঠানই হোক না কেনো, দেশ বা জাতি হিসাবে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষিত কাজের পরিবেশ দেওয়া অতি গুরুত্বপূর্ণ। প্রত্যেক নিয়োগকারীর দায়িত্ত্ব তাঁর সংস্থায় কর্মরত মহিলাদের জন্য সুরক্ষিত নিরাপদ কাজের পরিবেশ প্রদান করা। এবং ২০১৩ সালের আইন মেনে চলা। প্রতিটি কেন্দ্রীয় মন্ত্রকে কর্মরত মহিলা কর্মীদের সুরক্ষিত কাজের পরিবেশ প্রদান করার উদ্দেশ্যে কর্মীদের জন্য বিশেষ ওয়ার্কশপের কথা বলেছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব। এই ওয়ার্কশপে মহিলাদের উপর হাওয়া যৌন হেনস্থার বিরুদ্ধে যে আইন রয়েছে তার বিষয়ে মহিলাদের অবগত করাই এর উদ্দেশ্য।
#Source: online/Digital/Social Media News   # Representative Image


Journalist Name : Papri Chakraborty

Related News