হাইকোর্টের দ্বারস্থ রাজ্য ক্ষেত মজুর সমিতি

banner

#Pravati Sangbad Digital Desk:

একশো দিনের বকেয়া টাকার দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য ক্ষেত মজুর সমিতি। রাজ্য ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে। সমিতির দাবি, একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি তাদের ন্যায্য টাকা। সূত্রের খবর, এখনও পর্যন্ত একশো দিনের বকেয়া মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের মোট পাওনা প্রায় সাত হাজার কোটি টাকা। কিন্তু একাধিকবার বকেয়া টাকা চেয়ে কেন্দ্রের দ্বারস্থ হলেও মেলেনি টাকা। শুধু তাই নয়, আশ্বাস দেওয়া হয়েছিল টাকা মিটিয়ে দেওয়ার, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখাও করে এসেছেন বকেয়া পাওনার দাবিতে, কিন্তু তাতেও হুশ ফেরেনি কেন্দ্রের। রাজ্য সরকার এর আগেও একাধিকবার অভিযোগের আঙুল তুলেছে কেন্দ্রের দিকে, শুধু একশো দিনের কাজ নয় পাশপাশি গ্রামীণ সড়ক এবং গ্রামোন্নয়নের টাকাও দিচ্ছে না কেন্দ্র। মূলত কেন্দ্র রাজ্য তরজার মধ্যে আর্থিক অভাবে ভুগতে হচ্ছে রাজ্যের হরিদ্র মানুষদের। গত ১১ মাস ধরে একশো দিনের কাজের টাকা পায়নি রাজ্যের ক্ষেত মজুররা, ফলে স্বাভাবিক ভাবেই সরকারের ওপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একশো দিনের কাজের প্রভাব পড়তে পারে পঞ্চায়েত ভোটে। এখন দেখার বিষয় আদালতের রায় কোন দিকে যায়।
#Source: online/Digital/Social Media News   # Representative Image


Journalist Name : Sabyasachi Chatterjee

Related News