'কামব্যাক শুরু হল.',২৪-এর নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা ট্রাম্পের

banner

#Pravati Sangbad Digital Desk:

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের দখলে থাকা হাউস অফ রিপ্রেজেনটেটিভস ছিনিয়ে নেওয়ার মুখে তাঁর দল। এই পরিস্থিতিতে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা করলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ৭৬ বছর বয়সি প্রাক্তন প্রেসিডেন্টের বুধবারের সংক্ষিপ্ত বক্তব্য, ''আমি প্রস্তুত। বলা বাহুল্য, গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া আমেরিকার মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কড়া টক্কর দেওয়ার পরেই প্রাক্তন রাষ্ট্রপতি এই ঘোষণা করলেন। জনপ্রিয়তা হারিয়েই মার্কিন মুলুকের সাংবিধানিক প্রধানের গদি ছাড়তে হয় ট্রাম্পকে। ২০২০ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন ডেমোক্র্যাটের জো বাইডেন। সেইসঙ্গে উপরাষ্ট্রপতির দায়িত্ব নেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তবে আসন্ন ২০২৪-এর রাষ্ট্রপতি নির্বাচনে বাইডেনকে টক্কর দিতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। আর মিডটার্ম নির্বাচনের পর রিপাবলিকানদের মাথা তুলে দাঁড়াতে দেখা যাচ্ছে। উল্লেখ্য, ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা জ্যাসন মিলার বলেছিলেন, "মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার কথা ঘোষণা করবেন ট্রাম্প এবং এই ঘোষণা অত্যন্ত আনুষ্ঠানিকভাবে করবেন তিনি।" প্রসঙ্গত, ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত ট্রাম্পের ছায়াসঙ্গী তথা উপদেষ্টা ছিলেন মিলার। শুধু তাই নয়, ট্রাম্পের জন্য নির্বাচনী প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। ২০২৪ সালে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। বুধবার ট্রাম্প শিবিরের তরফে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় প্রাথমিক নথিপত্র পেশ করা হয়েছে বলেও জানা গিয়েছে। ট্রাম্প বুধবার রাতে ফ্লোরিডায় তাঁর প্রাসাদ মার-এ-লাগোর বলরুমে সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করেন। এর পর সংবাদমাধ্যমকে বলেন, ''আমি আজ রাতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেকে প্রার্থী ঘোষণা করছি।'' ট্রাম্পের দীর্ঘ দিনের পরামর্শদাতা জেসন মিলার শুক্রবার একটি রাতে রেডিয়ো অনুষ্ঠানে জানিয়েছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট আবার ২০২৪ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হতে চলেছেন। এ বিষয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সরাসরি কথা হয়েছে বলেও জানিয়েছিলেন মিলার। যদিও এ ক্ষেত্রে প্রথা মেনে রিপাবলিকান পার্টির অন্দরে প্রার্থী হিসাবে নির্বাচিত হতে হবে ট্রাম্পকে। প্রসঙ্গত, ২০১৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে হোয়াইট হাউসের দখল নিয়েছিলেন ট্রাম্প। পরের বছরের জানুয়ারিতে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণ করেন তিনি। এর পর ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডো বাইডেনের কাছে হেরে যান।কিন্তু সেই ফল মেনে নেননি ট্রাম্প এবং তাঁর সমর্থকেরা। এর পর ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে আমেরিকার কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি তদন্ত করছে ট্রাম্পের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচনের দু'বছর আগেই তাঁর প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা 'তাত্‍পর্যপূর্ণ' বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।


#Source: online/Digital/Social Media News   # Representative Image



Journalist Name : Sampriti Gole

Related News