“সরকার মহার্ঘ ভাতা দেবে” জেলে বসেই নিদান কেষ্টর

banner

#Pravati Sangbad Digital Desk :

“সরকার বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেব” প্রতিশ্রুতি জেলবন্দি কেষ্টর। বর্তমানে রাজ্যের সাথে সরকারি কর্মীদের সংঘাত চরমে উঠেছে মহার্ঘ ভাতা নিয়ে। রাজ্য সরকারি কর্মীরা বরাবরই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে সরব হয়েছেন, আদালতেও গিয়েছেন। সেই খবর এখন প্রতিদিনই সংবাদের শিরোনামে। সেই তালিকার মধ্যে অবশ্য রয়েছে রাজ্য পুলিশও। এদিন পুলিশ কর্মীদের উদ্দেশ্যেই নিদান দিলেন বীরভূমের বেতাজ বাদশা। প্রসঙ্গত, তিনি কোনোদিনই জনপ্রতিনিধি ছিলেন না। কিন্তু সরকারি ক্ষেত্রে ছিল তাঁর অবাদ আনাগোনা। তাঁর অনুমতি ছাড়া বীরভূমের একটা পাতাও নড়চড় হতো না, মুখ্যমন্ত্রীর এককথায় বরপুত্র অনুব্রত মণ্ডল।বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল, আসানসোল জেলে বন্দি তিনি। এদিন সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। সর্দি কাশি জ্বর হয়ে একদম নাজেহাল অবস্থা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে, প্রায় ৩০ মিনিট ধরে চলে শারীরিক পরীক্ষানিরীক্ষা। সামান্য বুকে ব্যথা থাকলেও সেই রকম ভয়ের কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এদিন যখন অনুব্রত মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিক সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল বলেন, “তোমরা ডিএ পেয়ে যাবে, সরকার আটকে রাখবে না”।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News